Wednesday, 5 November, 2025
5 November
Homeউত্তরবঙ্গSiliguri: মালিকের চোখের সামনে দিয়ে একগুচ্ছ সোনার চেন হাতিয়ে নিয়ে বেড়িয়ে গেল...

Siliguri: মালিকের চোখের সামনে দিয়ে একগুচ্ছ সোনার চেন হাতিয়ে নিয়ে বেড়িয়ে গেল ২ দুষ্কৃতী

সোমবার দোকান খোলার সময় প্রথমে এক দুষ্কৃতী খরিদ্দার সেজে ঢুকে লকেট দেখতে চান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

দোকানে ঢুকে মালিকের চোখের সামনে দিয়ে একগুচ্ছ সোনার চেন হাতিয়ে নিয়ে বেড়িয়ে গেল ২ দুষ্কৃতী। শিলিগুড়ির কাছে শিবমন্দির এলাকার ঘটনা। সোমবার দোকান খোলার সময় প্রথমে এক দুষ্কৃতী খরিদ্দার সেজে ঢুকে লকেট দেখতে চান। কিন্তু লকেট পছন্দ না হওয়ায় চেন দেখতে চান তারা। এরপর কিছু গলার হারও দেখেন। ফের চেন দেখাতে বলেন দোকান মালিককে। ইতিমধ্যে আরও একজন দোকানে ঢোকে। দুজনেরই মাথায় টুপি ছিল।

আরও পড়ুনঃ “ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে” হুঙ্কার TMC সাংসদের

একজনের হাতে ছিল একটি ব্যাগ। কথা চলাকালীনই হাত সাফাই করে ১০ টি চেনের একটি ছোটো গোলাপি ব্যাগ তুলে নিয়ে বেরিয়ে যান একজন। পরে কিছুই না নিয়ে বের হয়ে যান আরেকজনও। কিছুক্ষণের জন্য কথার ফাঁদে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন দোকান মালিক হরিপদ সরকার। বিষয়টি বুঝতে তার কিছুটা সময় লাগে। কিন্তু যখন বুঝতে পারেন, ততক্ষণে পগার পার দুই দুষ্কৃতী। খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশকে (Police)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ গাঁইগুঁই করলেই চোখরাঙানি! শিলিগুড়িতে পুজো মানেই চাঁদার জুলুম?

উল্লেখ্য, মাস কয়েক আগে শিলিগুড়ি হিলকার্ট রোডে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ভিনরাজ্যের দুষ্কৃতীদের জড়িত থাকার যোগ পাওয়া যায়। এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন