Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeদক্ষিণবঙ্গNandigram: বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্ত্রীর সঙ্গে হাসপাতালে বাবা, ভয়াবহ ঘটনা নন্দীগ্রামে

Nandigram: বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্ত্রীর সঙ্গে হাসপাতালে বাবা, ভয়াবহ ঘটনা নন্দীগ্রামে

কয়কদিন আগেই ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে কলকাতায় মৃত্যু হয়েছিল ৩ পুরকর্মীর। এবার যেন সেই একই ঘটনার প্রতিচ্ছবি নন্দীগ্রামের ভেকুটিয়ায়। বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল দু’জনের। অসুস্থ আরও ২ জন। অসুস্থদের উদ্ধার করে ভর্তি করা হল নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

আরও পড়ুন: Minakhi Mukherjee: অল্প দূর না বহু দূর? মিনাক্ষী যাবেন কত দূর?

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকয় বাড়ি বছর ষাটের কানাই জানার (৬০)। তাঁর বাড়িতেই বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন মৃত্যুঞ্জয় জানা নামে এক মিস্ত্রি (৫০)। তাঁকে সাহায্য করছিলেন কানাইবাবুর ছেলের শ্বশুর মানস গিরি(৫৬)। পরিবারের সদস্যরা বলছেন, শুরুতে সেপটিক ট্যাঙ্কের ভিতরে গিয়েছিলেন মৃত্যুঞ্জয়। কিন্তু, বিষাক্ত গ্যাসের দাপটে ভিতরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বাঁচাতে মানস-কানাই সহ পরিবারের অন্যান্যরা ভিতরে নামনে। কিন্তু, সকলেরই একই অবস্থা হয়। মুহূর্তেই চারজন অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: Maha Kumbh Stampede 2025: প্রশ্নের মুখে রেল! প্রশ্নের মুখে রাজধানী দিল্লি

যদিও কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরির। গুরুত্ব অসুস্থ অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কানাই জানা ও তার বৌমাকে। ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। পরিবারে কান্নার রোল। কান্নায় ভেঙে পড়েছেন ছেলে প্রসেনজিৎ জানা। তিনি আবার পেশায় সিভিক ভলান্টিয়ার বলে জানা যাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন