আদালত থেকে দুই আসামিকে থানায় যাওয়ার পথে পুলিশের গাড়িতে চলল গুলি। তাতে জখম হলেন দুই পুলিশকর্মী। তার মাঝেই পালিয়ে গেলেন দুই আসামি। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জেলা পুলিশ মহলে।
আরও পড়ুন: Baghajatin Flat: বেআইনি কী করে, ট্যাক্সি তো দিতাম! প্রশ্ন ফ্ল্যাটের বাসিন্দাদের
স্থানীয় সূত্রের খবর, বুধবার ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল একটি অপরাধের মামলায় যুক্ত দুই আসামিকে। শুনানি শেষে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে যাচ্ছিল পুলিশ। পুলিশের ভ্যানটি গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় যখন আসে, তখন আচমকা গুলি চলে। তাতে দুই পুলিশকর্মী জখম হয়েছেন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। যদিও কে বা কারা গুলি চালিয়েছে, এখনও জানা যায়নি।
পুলিশের একটি সূত্রে খবর, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের শারীরিক পরিস্থিতি ঠিক কী, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Abhishek Banerjee: খোদ সেকেন্ড ইন কমান্ড এবার মেনে নিলেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে
পরে পুলিশের আর একটি সূত্রে জানা যাচ্ছে, দুই আসামি পুলিশকর্মীদের বন্দুক ছাড়িয়ে নিয়ে গুলি করেন। তাতে দুই পুলিশকর্মীর শরীরে তিনটি গুলি লেগেছে। আহত দু’জন এখন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস কে-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। জবাব দেননি হোয়াট্সঅ্যাপ মেসেজের।