Wednesday, 15 October, 2025
15 October
HomeদেশCPI(M): কলকাতার আর.এন.ঠাগোর হাসপাতালে মৃত্যুশয্যায় প্রাক্তন সিপিআই (এম) বিধায়ক ঝুমু সরকার

CPI(M): কলকাতার আর.এন.ঠাগোর হাসপাতালে মৃত্যুশয্যায় প্রাক্তন সিপিআই (এম) বিধায়ক ঝুমু সরকার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং; ত্রিপুরা:

‘কুম্ভ’ থেকে ফিরে মৃত্যুশয্যায় বর্তমান টেট উত্তীর্ণ শিক্ষক এবং প্রাক্তন সিপিআই (এম) বিধায়ক ঝুমু সরকার। বর্তমানে তিনি কলকাতার আর.এন.টেগোর হাসপাতালে শয্যাশায়ী।  তিনি ২০১৬ সালে বরজলা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন।

আরও পড়ুন: পানীয় জল সংক্রান্ত ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণধর্ণা সংগঠিত করলো কৈলাশহর জেলা কংগ্রেস

ঝুমু ছোটবেলা থেকেই একজন কট্টর সিপিআই (এম) কর্মী ছিলেন এবং অবশেষে ২০১৬ সালে বরজালা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিধায়ক হন। কিন্তু তার ভাগ্য বেশিদিন সঙ্গ দেয়নি এবং দুই বছর পর তিনি বিধানসভা নির্বাচনে হেরে যান। এরপর তিনি টেট পরীক্ষা দেন এবং শিক্ষক হিসেবে নিয়োগ পান। ধীরে ধীরে ঝুমু আধ্যাত্মিক প্রবণতা অর্জন করেন এবং তিনি ‘অমৃত স্নান’ করার জন্য বিখ্যাত ‘মহাকুম্ভ’ পরিদর্শন করে নিরাপদে বাড়ি ফিরে আসেন।

আরও পড়ুন: ওয়ার্ডের মানুষের ভালো-মন্দ জানতে ওয়ার্ডে ঘুরছেন শ্রীপর্ণা রায়

কিন্তু দুর্ভাগ্যবশত, ঝুমু একটি অত্যন্ত বিরল এবং সম্ভাব্য মারাত্মক রোগে আক্রান্ত হন যা ইতিমধ্যেই তার শরীরের হাত ও পায়ের স্নায়ু এবং কোষগুলিকে অবশ করে দিয়েছে। ঝুমু কলকাতার আর.এন.টেগোর হাসপাতালে প্রায় মৃত অবস্থায় পড়ে আছেন। সম্ভবত অজ্ঞান অবস্থায় মৃত্যুর অপেক্ষায় আছেন এবং ডাক্তাররা তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় উড়িয়ে দিয়েছেন। কিন্তু ঝুমুর পরিবার ইতিমধ্যেই ১০ লক্ষ টাকার বিশাল এবং অসাধ্য বিলের বোঝায় জর্জরিত এবং তা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। উনার পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন