Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যWest Bengal Police: ‘প্রয়োজনে পাতাল থেকে খুঁজে নিয়ে আসব...’, হুঁশিয়ারি পুলিশের

West Bengal Police: ‘প্রয়োজনে পাতাল থেকে খুঁজে নিয়ে আসব…’, হুঁশিয়ারি পুলিশের

জাভেদ শামিমের কথায়, ''কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।''

‘প্রয়োজনে পাতাল থেকে খুঁজে নিয়ে এসে আইনি পদক্ষেপ করব’, মুর্শিদাবাদ অশান্তির ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম।

মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের বর্তমান পরিস্থিতি সোমবার তুলে ধরেন তিনি। জাভেদ শামিম জানান, গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। এলাকা শান্তিপূর্ণ। তবে তিনি এও ব্যাখ্যা করেছেন, ‘শান্তিপূর্ণ মানেই পরিস্থিতি স্বাভাবিক নয়।’

আরও পড়ুন: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল ভাঙড়, ব্যারিকেড ভাঙার চেষ্টা! পুলিশের লাঠিচার্জ

জেলার বেশ কিছু এলাকায় পুলিশ ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। তার কারণও ব্যাখ্যা করেছেন জাভেদ শামিম। কোনও ভাবেই যাতে গুজব না ছড়িয়ে পড়ে সেই জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। তাঁর কথায়, ‘মানুষ মানসিক ভাবে শান্ত না হলে, পরিস্থিতি স্বাভাবিক হবে না। গুজব ছড়ানো বন্ধ করতে হবে। কারণ তা সমস্যা তৈরি করে। যে যেখান থেকে কোনও সমস্যার খবর পাবেন, আমাদের জানাবেন। আমরা তথ্য যাচাই করে দেখে পদক্ষেপ করব।’ বাইরের রাজ্য থেকেও উস্কানি আসছে বলে জানান তিনি।

আপাতত সেই এলাকায় দোকানপাট খোলা এবং মানুষের জীবন স্বাভাবিক করা তাঁদের কাছে ‘প্রায়োরিটি’ বলেও জানান জাভেদ শামিম।

আরও পড়ুন: শিলিগুড়িতেও উত্তেজনা! ‘দক্ষ পুলিশকর্তা’কে মুর্শিদাবাদে পাঠালোনা কমিশনারেট

কে বা কারা মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে রয়েছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এ দিন জাভেদ শামিম বলেন, ‘যারা দোষ করেছে, তারা কেউ ছাড়া পাবে না। যেখানে যেতে হয় যাব, প্রয়োজনে পাতাল থেকে খুঁজে নিয়ে আসব। কিন্তু হিংসা ছড়ানো কাউকে রেয়াত করা হবে না। আইন অনুযায়ী শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।’

গত শনিবার সামশেরগঞ্জে বাবা এবং ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছিল। অভিযোগ, তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। সামশেরগঞ্জের জাফরাবাদের এই ঘটনায় আলাদা করে তদন্ত করা হচ্ছে বলেও জানান জাভেদ শামিম। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় মুর্শিদাবাদে।

হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রচেষ্টা এলাকা স্বাভাবিক করা তা স্পষ্ট জানান জাভেদ। মুর্শিদাবাদে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, এই খবর কি পুলিশের কাছে আছে ছিল? এই প্রসঙ্গে জাভেদ শামিম বলেন, ‘সব জায়গায় পুলিশের একটা ইনটেলিজেন্স থাকে। তার উপর আমরা কাজ করি। ওখানে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্তা ছিলেন। একাধিক অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে হয়েছিল। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য সমস্ত পদক্ষেপ করা হবে। যারা এর সঙ্গে যুক্ত, তাদের কাউকে রেয়াত করা হবে না।’

এই মুহূর্তে

আরও পড়ুন