Friday, 8 August, 2025
8 August, 25
HomeদেশLPG: ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ! রান্নার গ্যাসে বিরাট ভর্তুকির ঘোষণা করতে...

LPG: ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ! রান্নার গ্যাসে বিরাট ভর্তুকির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার

শুক্রবার এই নিয়ে আবার রয়েছে বৈঠকও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রান্নার গ্যাসে বিরাট ভর্তুকির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই নিয়ে আবার রয়েছে বৈঠকও। সেখানেই মন্ত্রীরা তুলবেন এই দাবি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভা তেল ও গ্যাস সংস্থাগুলির জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি ঘোষণা করতে পারে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। এই নিয়ে আলোচনা চলছে। কিন্তু কেন এত টাকা ভর্তুকি দেওয়ার কথা ভাবছে কেন্দ্র?

আরও পড়ুনঃ মানুষের বুকে ধাক্কা লাগল খুব জোরেই; ব্যবসায়ীদের মাথায় বাজ! অর্ডার বন্ধ করে দিল Amazon, Walmart, Target! এবার কি করবেন?

জানা গিয়েছে, মূলত এলপিজির দামের ক্ষেত্রে এই ভর্তুকি প্রদান করা হবে। যার মাধ্যমে তেল ও গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলি যাতে নিজেদের আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমাতে পারে, সেই উদ্দেশ্যেই সাধনেই এগিয়ে আসছে কেন্দ্র। এছাড়াও, এই ভর্তুকির সুবিধা যে শুধুই সংস্থাগুলো পাবে এমনটা নয়। একাংশের অনুমান, মন্ত্রিসভা এই ৩০ হাজার কোটি টাকার ভর্তুকিতে অনুমোদন দিলে দাম কমবে গ্যাসে। লাভ হবে গ্রাহকদের।

কিন্তু কবে এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে কেন্দ্র? নয়াদিল্লি সূত্রে খবর, শুক্রবার দুপুর ১টা নাগাদ এই সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক হয়েছে কিনা? বা বৈঠকে কী আলোচনা হয়েছে? সেই নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শিলিগুরিতে টোটোয় শ্লীলতাহানির চেষ্টা; গ্রেপ্তার চালক

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কিন্তু বাণিজ্যিক কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে অনেকটাই কমিয়েছে কেন্দ্র। দিন সাতেক আগেই একেবার অগস্টের প্রথম তারিখে বাণিজ্য়িক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর কথা ঘোষণা করে তেল ও গ্যাস মন্ত্রক। জানিয়ে দেওয়া হয়, পয়লা অগস্ট থেকেই সেই নতুন দাম কার্যকর হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন