স্বামী থাকতেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক। স্বামীর সামনেই বেডরুমে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হতেন স্ত্রী। অপমান সহ্য করতে না পেরেই চরম পদক্ষেপ করলেন স্বামী। এক রাতেই সব শেষ করে দিলেন তিনি।
আরও পড়ুনঃ ঘটনাস্থলেই মৃত্যু! গোঘাটের হাজিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বুলন্দশহরে। বছর খানেক আগে আসিফ নামক এক যুবকের সঙ্গে বিয়ে হয় রুবিনার। তবে বিয়ের কিছুদিন পর থেকেই রুবিনার গতিবিধি নিয়ে সন্দেহ হতে থাকে। স্বামী জানতে পারেন, অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসাও হয়।
আসিফ ভেবেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার বদলে আরও সাহসী হয়ে ওঠে স্ত্রী। স্বামী আসিফের সামনেই বেডরুমে প্রেমিক সেলিমের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন রুবিনা। এরপরই ক্ষোভে, অপমানে গত ১১ জুলাই স্বামী আত্মহত্যা করেন।
আসিফের পরিবারের অভিযোগ, রুবিনা ঘুমের ওষুধ খাইয়ে আসিফকে অচেতন করে দিত। স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হত রুবিনা। এই ঘটনায় এতটাই ভেঙে পড়েন যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আসিফ গত ৯ জুলাই তাঁর ভাইকে স্ত্রীর কার্যকলাপ সম্পর্কে জানিয়েছিলেন। রুবিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর দাদা বলেন, “তোমার ভাই আমার বোনের যোগ্য নয়। ওর মরে যাওয়াই ভাল।”
পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।