মার্কিন মুলুকে এবার নিশানায় রাজনীতিবিদরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার গুলি চলল তার ঘনিষ্ঠ সঙ্গী চার্লি কার্কের উপরে। সমাজকর্মী তথা ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সিইও চার্লি কার্কের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আরও পড়ুনঃ পানিট্যাঙ্কি সীমান্তে এখনও কড়া সতর্কতা! পরিদর্শনে রাজ্যপাল, মমতার নির্দেশে গেলেন নেতা-মন্ত্রীরাও
জানা গিয়েছে, বুধবার (১০ সেপ্টেম্বর) উটাহ ভ্যালি ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কার্ক। সেখানে বক্তব্য রাখার সময় তাঁর উপরে গুলি চলে। কার্কের ঘাড়ে গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের সদস্যরা সেই সময় দর্শক আসনেই বসেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমেরিকায় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলি চালানো (mass shooting) নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল চার্লি কার্কের কাছে। তিনি উত্তর দিতে শুরু করতেই গুলি চলে। ভিডিয়োয় দেখা যায়, নিজের ঘাড় হাত দিয়ে চেপে ধরছেন কার্ক। নিমেষেই তিনি চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে গাড়িতেই মৃত্যু হয়।
আরও পড়ুনঃ প্রভাব নৈহাটি, ডানকুনি লাইনে; শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল
নিজের বন্ধু-সতীর্থকে খুইয়ে শোকাতুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প লেখেন, “আমেরিকার যুব প্রজন্মের মতো হৃদয় বা তাদের চার্লির মতো কেউ বোঝেনি। সবাই ওঁকে ভালবাসত, বিশেষ করে আমি। আজ ও আমাদের সঙ্গে নেই। চার্লি উই লাভ ইউ!” চার্লি কার্কের সম্মানে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত আমেরিকান পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
হামলার ঘটনার পরই তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, এক ব্যক্তিকে আটক করা হলেও, জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত জারি রয়েছে।
কার্ক একাধারে রক্ষণশীল রাজনৈতিক কর্মী, অন্যদিকে লেখক এবং টার্নিং পয়েন্ট ইউএসএ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ডানপন্থী এবং রক্ষণশীল আন্দোলনের সক্রিয় সমর্থনের জন্য পরিচিত। রাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে কথা বলেন। এছাড়াও, তিনি প্রায়শই মিডিয়াতে উপস্থিত হতেন, পডকাস্ট আয়োজন করা এবং রক্ষণশীল বিষয়ের উপর বই প্রকাশ করতেন।