শহরে ফের বড় অগ্নিকাণ্ড। ডালহৌসিতে গাড়ির যন্ত্রাংশ তৈরি করার একটি কারখানায় আগুন লেগেছে। ২১ নম্বর আর এন মুখার্জি রোডে ওই কারখানা রয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গল গল করে বের হচ্ছে আগুন।
আরও পড়ুনঃ ‘ঘরের ভিতর ঢুকে দেখি উলঙ্গ অবস্থায়…’, হুগলির তাঁতিশালে যুবতীকে ধর্ষণের অভিযোগ
শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা যে পরিমাণ, তাতে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন দমকল আধিকারিকরা।
২১ নম্বর আর এন মুখার্জি রোড একেবারে ঘিঞ্জি এলাকা। সরু গলির মধ্যে অজস্ত্র দোকান ও ছোট অফিস, গোডাউন রয়েছে। জানা যাচ্ছে, সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই ওই গোডাউনের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখেন সামনের দোকানের কর্মীরা। তাঁরা গলি ধরে কিছুটা এগিয়ে যেতেই দেখেন, আগুনের লেলিহান শিখা। প্রথমে আশপাশের দোকানিরাই জল ঢেকে আগুন নেভানোর চেষ্টা করেন। গোডাউনের ভিতরে থাকা কয়েক জনকে বাইরে বার করে আনেন।
আরও পড়ুনঃ ধ্বংসের নিরিখে নাইজেরিয়া সবার উপরে! একদিকে পৃথিবীকে বাঁচানোর লড়াই আর অন্য দিকে বনভূমি ধ্বংস
কিন্তু দাহ্য পদার্থ থাকায়, আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন আসেন, পরে আরও তিনটি। কিন্তু ধোঁয়ায় গোটা এলাকা গ্রাস করেছে। তাতে দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে। সেই পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে ভিতরে ঢুকে কাজ করছেন দমকলকর্মীরা।
আগুনের থেকে ধোঁয়ার তীব্রতা এত যে সেখানে শ্বাস নেওয়াই সমস্যা হয়ে যাচ্ছে। গাড়ির যন্ত্রাংশের গোডাউনে এমনিতেই প্রচুর পরিমাণ রাসায়নিক, তৈল মজুত রয়েছে। ফলে ধোঁয়ার পরিমাণও অনেক বেশি। দমকলের কর্মীরা ওই এলাকা ফাঁকা করে দিয়েছে। আশপাশের দোকানিদেরও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।





