Saturday, 3 May, 2025
3 May, 2025
Homeরাজ্যWBBSE 10th result 2025: উত্তরের জয়জয়কার, মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, ৬৬ জনের...

WBBSE 10th result 2025: উত্তরের জয়জয়কার, মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, ৬৬ জনের মেধাতালিকায় এক জন কলকাতার, প্রথম দশের নাম ঘোষণা 

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি।

মাধ্যমিকে প্রথম হয়েছে আদৃত সরকার। রায়গঞ্জের এই ছাত্র পেয়েছে ৬৯৬। মাধ্যমিকের মেধাতালিকার প্রথম স্থানে আছে সে একাই।

এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে মালদহের অনুভব বিশ্বাস

২০২৩ ও ২০২৪ সালের তুলনায় এই বছর আরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ হল। শুক্রবার সকাল ৯টায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারে।

আরও পড়ুন: বৈশাখ শুক্লা পঞ্চমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, সফলতার শিখরে এই চার রাশি

এ বছর মাধ্যমিকে পাশ করেছে ৮৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারে জেলার হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর।

আরও পড়ুন: মে দিবসেও ছুটি নেই ওঁদের; শ্রমিক নেতারা কি শুধু শহিদ মিনার ময়দানে ভাষণ দেবেন?

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৬ জন ছাত্রছাত্রী। তবে প্রথম স্থানে রয়েছে একজনই।

এই মুহূর্তে

আরও পড়ুন