Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গMLA Shankar Ghosh: নিজেরা নিজেদের মারছে, লজ্জাজনক ঘটনা

MLA Shankar Ghosh: নিজেরা নিজেদের মারছে, লজ্জাজনক ঘটনা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এরা নিজেরা নিজেদের মারছে। কি অবস্থা? গতকাল মালদার ঘটনা নিয়ে ঠিক এভাবেই জানালেন বিধায়ক শংকর ঘোষ। তিনি জানালেন, তৃণমূল সরকার কিভাবে রাজ্য টা চালাচ্ছে নিজেরাই বুঝতে পারছে না।

আরও পড়ুন: South Korea: কয়েক ঘণ্টার টানাপড়েন, গ্রেফতার বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

তৃণমূলের সব চাইতে খারাপ দিকটা হলো এরা নিজেরাই কেউ কাউকে সহ্য করতে পারেনা। সাংবাদিকদের এভাবেই জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আরো জানালেন আমাদের প্রয়োজন একটা সংগঠিত সরকার তৈরি করা। আর সেই কারণে তৃণমূল কে সরতে হবে। নিজেরাই নিজেদের এনকাউন্টার করে মারছে।

আরও পড়ুন: New Jalpaiguri Drone: এনজিপিতে ড্রোন আতঙ্ক

সব বুঝতে পারে না মানুষ? সব বুঝতে পারে। তাই আমাদের সবাইকে সোজা এবং সচেতন হয়ে চলতে হবে। এত অরাজকতার মধ্য দিয়ে কি দল চলতে পারে? আতঙ্ক নিয়ে চলছে তৃণমূল সরকার। আর মানুষ এটাই সহ্য করে এগিয়ে চলছে। আমাদের এই দাবি রুখতে হবে। জানালেন বিধায়ক শংকর ঘোষ। তিনি আরো জানালেন আমাদের দরকার এক শান্তি পূর্ণ পূর্ণ রাজ্য তৈরি করা। আর সেটা দিতে পারবে বিজেপি, দাবি বিধায়ক শংকর ঘোষের।

এই মুহূর্তে

আরও পড়ুন