Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গDarjeeling: ভোটের আগে প্রচুর কাজ, মিলেমিশে কাজে নামতে হবে

Darjeeling: ভোটের আগে প্রচুর কাজ, মিলেমিশে কাজে নামতে হবে

আগামী বছর আমাদের বিধানসভা ভোট বিধানসভা ভোট  আর বেশি দেরি নেই

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আগামী বছর আমাদের বিধানসভা ভোট বিধানসভা ভোট  আর বেশি দেরি নেই। তাই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জানিয়ে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন আমাদের সামনে অনেকটা লড়াই আছে।

আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব, রোগীকে মৃত করে অপারেশন

কারণ আমরা জানি সিপিএম এবং বিজেপি অনেক কুৎসা এবং কেলেঙ্কারি করবে আমাদের বিপক্ষে। সেগুলোকে এড়িয়ে দিয়ে আমাদের মানুষের সামনে আসতে হবে। বিধানসভা ভোট আসার আগে আমাদের অনেক কঠিন কাজ সেরে ফেলতে হবে। জানিয়ে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আরো জানালেন আমাদের কর্মীদের সবার আগে দায়িত্ব নিতে হবে। কারণ কাজটা তারাই আগে করবেন। আমাদের কর্মীদের কাছে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য। এটাও আমাদেরকে পালন করতে হবে। বুথ সভাপতি, এবং ওয়ার্ডের অন্যান্যদের দায়িত্ব বেড়ে গেছে। যদি আমরা সবাই মিলে সঠিকভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করি তবে আমরা  সফল  হতে পারব।

আরও পড়ুন: “স্বাধীন” হতে চলছে বালুচিস্তান ভারতের হাত ধরেই; চরম সঙ্কট পাকিস্তানে!

জেলা সভাপতি আরও জানালেন সামনে কঠিন পরীক্ষা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। যারা যারা এখনো প্রকল্পের সুবিধা গুলি পাননি আমাদের তাদের কাছে সুবিধাগুলো পৌঁছে দিতে হবে। তবে আমরা অনেকটাই এগিয়ে থাকবো। জানালেন জেলা সভাপতি।

এই মুহূর্তে

আরও পড়ুন