Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeউত্তরবঙ্গPSU Conference: জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ! PSU-এর জেলা কনভেনশনে

PSU Conference: জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ! PSU-এর জেলা কনভেনশনে

সুপ্রিম কোর্টের ২৬,০০০ চাকরি বাতিলের রায়—এটা কেবল কলঙ্ক নয়, বরং গোটা প্রজন্মের ভবিষ্যতের উপর এক নির্মম আঘাত!

জলপাইগুড়িতে PSU-এর জেলা কনভেনশন জোড়দার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়, জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে। কনভেনশনে উপস্থিত ছিলেন PSU রাজ্য সভাপতি হাবিবুর রহমান, রাজ্য কমিটির সদস্য ও আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজিব হুসেন, আরএসপি জলপাইগুড়ি জেলা সম্পাদক সন্তোষ সরকার RYF রাজ্য সভাপতি জিৎ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। জলপাইগুড়ির বিভিন্ন ব্লক থেকে বাছাই করা ১৭ জন প্রতিনিধিকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়, যার কনভেনার নির্বাচিত হন মিনাল রায়।

আরও পড়ুন: ২৭ বছর পর সিপিএমের পার্টি কংগ্রেসে ভোটাভুটি! লড়াই নেতৃত্ব নিয়ে, বঙ্গের নতুন পাঁচ মুখ

সভায় রাজীব হুসেন ক্ষোভ উগরে দিয়ে বলেন—“রাজ্য ও কেন্দ্র—উভয় সরকার মিলে শিক্ষাব্যবস্থাকে কেবল অপদস্থই করেনি, চরম পরিকল্পনার মাধ্যমে একে নরককুণ্ডে ঠেলে দিয়েছে। শিক্ষক সমাজের সম্মান আজ পায়ের তলায়! তৃণমূলের চোর সরকার দুর্নীতির ডাস্টবিনে রাজ্যের ভবিষ্যৎকে গলা টিপে মেরে ফেলেছে। সুপ্রিম কোর্টের ২৬,০০০ চাকরি বাতিলের রায়—এটা কেবল কলঙ্ক নয়, বরং গোটা প্রজন্মের ভবিষ্যতের উপর এক নির্মম আঘাত!”

তিনি আরও বলেন—“যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে অযোগ্যদের রক্ষা করার নামে কোটি কোটি টাকার বেআইনি বাণিজ্য করেছে তৃণমূল শাসকরা। সেই টাকায় তারা গড়ে তুলেছে দুর্নীতির দুর্গ, যেখানে ন্যায়, নীতি, মর্যাদা সবই আজ মাটিচাপা। শিক্ষাব্যবস্থার কফিনে শেষ পেরেক পুঁতেছে এই প্রতারক সরকার!”

আরও পড়ুন: সব ধর্মের জন্য একই নিয়ম যোগীরাজ্যে! উত্তেজনা কানপুরে

তিনি তীব্রভাবে বলেন—“আজ বাংলার স্কুলগুলো শিক্ষকশূন্য, শিক্ষকেরা অবমাননার শিকার, আর ভবিষ্যৎ প্রজন্ম পড়ে আছে অনিশ্চয়তার অন্ধকারে। এই স্বৈরাচারী শাসন আর মুনাফালোভী প্রশাসন গোটা সমাজকে এক চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ অবস্থার জন্য কেন্দ্রের বিজেপি সরকারও সমানভাবে দায়ী, যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে মৌন সম্মতি দিয়ে চলেছে।”

শেষে জানানো হয়, নতুনভাবে গঠিত এই জেলা কমিটি রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের ঝড় তুলবে। জনমত গড়ে তুলে রাজপথে নেমে রুখে দেবে এই অশিক্ষার আগ্রাসন।

এই মুহূর্তে

আরও পড়ুন