spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজHappy New Year 2026: স্বাগত ২০২৬! নিউজিল্যান্ডে পা রাখল নতুন বছর, প্রতিক্ষায়...

Happy New Year 2026: স্বাগত ২০২৬! নিউজিল্যান্ডে পা রাখল নতুন বছর, প্রতিক্ষায় বাংলা

ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে রাস্তায় রাস্তায় লোকে লোকারণ্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্বাগত ২০২৬। কলকাতা সহ ভারতের মানুষ কান পেতে ঘড়ির সেকেন্ডের কাঁটার শব্দ শুনছে। ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে রাস্তায় রাস্তায় লোকে লোকারণ্য। সেজে উঠেছে পথঘাট, মাঠঘাট। তখন ভারতীয় সময়ের প্রায় সাড়ে ৮ ঘণ্টারও বেশি সময় আগে পৃথিবীর একটি পূর্ব প্রান্ত দিয়ে এই গ্রহে পা রাখল ২০২৬ সাল।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাবেন; কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে যান নিয়ন্ত্রণ

প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিরিবাটি হল প্রথম দেশ যারা প্রতিবছর ইংরেজি নববর্ষকে স্বাগত জানায়। কিরিবাটিতে তিনটি টাইম জোন আছে। সেখানকার লাইন আইল্যান্ডে ভারতীয় সময় সাড়ে ৮ ঘণ্টা আগে নিউইয়ার ঢুকে পড়েছে। এবার একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান হয়ে ভারতে প্রবেশ করবে টাইম জোনের টিকটক কাঁপুনি।

সেই হিসাবে আনুষ্ঠানিকভাবে ২০২৬ এই গ্রহে পদার্পণ করে ফেলেছে। কিরিবাটির নির্জন এলাকা থেকে এক পর্যটক বিবিসির সাংবাদিককে জানান, তিনি যে সৈকতে রয়েছেন, সেখানে কোনও স্যাটেলাইট যোগাযোগ নেই, মনুষ্যপ্রাণের কোনও চিহ্নমাত্র নেই। রয়েছে শুধু ধু-ধু অন্ধকার ও অগুনতি কাঁকড়া।

আরও পড়ুনঃ বঙ্গের ইতিহাসে প্রথম, রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

নিউজিল্যান্ডের নির্জন চ্যানথামে মাত্র ৬০০ জনবসতি। সেখানেও ২০২৬ কিরিবাটি ঘুরে পা ফেলেছে দরজায়।

এরপরেই নতুন বছরে ঘড়ির কাঁটা কড়া নাড়বে অস্ট্রেলিয়ার সিডনি। অকল্যান্ড থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সারাদিন বৃষ্টি পড়লেও বাজি পোড়ানোর সময় আকাশ পরিষ্কার হয়ে যায়। ফলে মানুষ রঙিন আতশবাজির ফোয়ারায় বরণ করে নিয়েছেন নতুন বছরকে।

এই মুহূর্তে

আরও পড়ুন