ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে। এমনকি, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার একাধিক অভিযোগও সামনে আসছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করা যাবে রাজ্য পুলিশের এই হেল্পলাইনে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানাতে পারবেন পরিযায়ী শ্রমিকরা। সেইমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
আরও পড়ুনঃ ‘অপরাজিতা বিল’ ফেরত; সংবিধানের বিধির পরিপন্থী
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাজ্য পুলিশ জানিয়েছে, “বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।”

এরপরই পুলিশে সমস্যার কথা জানানোর জন্য হেল্পলাইন নম্বর দিয়ে ওই বার্তায় বলা হয়, “বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল ৯১৪৭৭২৭৬৬৬। এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
আরও পড়ুনঃ গরিব মেয়েদের ‘টার্গেট’! নারী পাচারে এবার পাড়ায় পাড়ায় ‘মাথা’দের খুঁজছে পুলিশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ঘটনায় সরব হয়েছেন। শাসকদলও রাস্তায় নেমেছে। এই আবহে রাজ্য পুলিশের এই হেল্পলাইন নম্বর দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিভিন্ন মহল।


                                    
