পশ্চিমবঙ্গে শীতের মরশুম জাঁকিয়ে বসেছে, এবং আজ উত্তর এবং দক্ষিণ বঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তথা ভারতীয় মৌসম বিভাগ। শীতের তীব্রতা বাড়ছে, সকালে কুয়াশার দাপট থাকলেও দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। কোনো বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নেই, তবে ঠান্ডা হাওয়ার কারণে রাত এবং ভোরে শীতের অনুভূতি আরও বাড়বে।
আরও পড়ুনঃ এনসিপি-র অন্দরে ফাটল আরও চওড়া! এনসিপি ছাড়লেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম প্রভৃতি এলাকায় ২৮ ডিসেম্বর আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।
আইএমডির পূর্বাভাস অনুসারে, সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে, যা শীতপ্রেমীদের জন্য সুখবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
হাওয়া উত্তর-পশ্চিম দিক থেকে বইবে, গতি ৫-১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। গত কয়েকদিনের মতোই শুষ্ক আবহাওয়া বজায় থাকায় বায়ুর মান কিছুটা খারাপ হতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে। যারা বাইরে বেরোচ্ছেন, তাঁদের সকালে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে কুয়াশার জন্য।উত্তরবঙ্গের ছবি কিছুটা ভিন্ন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের মতো জেলাগুলিতে শীত আরও তীব্র হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের হামলার ঘটনায় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ
পাহাড়ি এলাকায়, যেমন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হলেও স্থানীয়দের জন্য কাবু করা। সমতলে, শিলিগুড়ি বা মালদহে সর্বনিম্ন ১০-১২ ডিগ্রি হতে পারে। দিনের তাপমাত্রা ২০-২৩ ডিগ্রির মধ্যে।
উত্তরবঙ্গে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি, বিশেষ করে নদী অববাহিকা এলাকায়। আইএমডি জানিয়েছে, সাব-হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে কুয়াশা কিছুটা কমলেও শীতের দাপট অব্যাহত। কোনো তুষারপাতের পূর্বাভাস নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এখনও দূরে। তবে উত্তরের ঠান্ডা হাওয়া বইছে বলে রাতে শীত বেশি অনুভূত হবে।









