Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeরাজ্যSSC Scam: সরকারের প্রতিশ্রুতি কি এখন শুধুই প্রতারণা! বঞ্চিত যোগ্য শিক্ষকরা...

SSC Scam: সরকারের প্রতিশ্রুতি কি এখন শুধুই প্রতারণা! বঞ্চিত যোগ্য শিক্ষকরা কি চাইছেন

প্রশাসনের মৌখিক আশ্বাসে নবান্ন অভিযান স্থগিত করে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ

মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করে নবান্নে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য গত ২১ শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিলো,পরবর্তীতে প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসনের মৌখিক আশ্বাসে নবান্ন অভিযান স্থগিত করে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।

সরকারের আশ্বাসে বারংবার তাঁরা প্রতারিত হয়েছেন বলে আবারো পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ২৯.০৪.২০২৫ দুপুর ১ টা ০৭ নাগাদ হাওড়া পুলিশ কমিশনার,লালবাজার ও ভবানী ভবনের উচ্চ প্রশাসনের আধিকারিকদের ইমেল মারফত জানানো হয় “গত বৈঠকে উচ্চ আধিকারিকদের আশ্বাস মতো যেকারণে আমরা নবান্ন অভিযান স্থগিত রেখেছি, সেই আলোচনার জন্য এখনো নবান্নে ডাকা হলো না,আমরা আবারো এই সপ্তাহ সময় দিচ্ছি সরকারকে আলোচনার জন্য নবান্নে, দেখি সরকারের বোধোদয় হয় কিনা”।

আরও পড়ুন: বাংলাদেশে জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী,চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন “বঞ্চিতদের বঞ্চনার আওয়াজ আমরা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে সমস্যার সমাধান করতে উদ্যোগী কিন্তু, সরকার দায়সারা মনোভাব দেখাচ্ছে। এই সপ্তাহের মধ্যে নবান্ন থেকে যদি আমাদের সমস্যার সমাধানের জন্য ডাকা না হয়,এবার সর্বশক্তি দিয়ে নবান্ন অভিযানে ঝাঁপাবো, এছাড়া আর কোনো রাস্তা নেই”।

ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক আশীষ খামরই বলেন “আমরা মৃত্যুকেও এখন তুচ্ছ বলে মনে করি, বেকারত্বের যন্ত্রণা আর সইতে পারছিনা,দুর্নীতির কারণে কেনো আমাদের নিয়োগ থেকে বঞ্চিত থাকতে হবে,সরকারের কোনো সদিচ্ছা নেই, এবার সকলে মিলে নবান্ন অভিযানে ঝাঁপাবো”।

আরও পড়ুন: ‘প্রচুর দাহ্য পদার্থ জমা ছিল’, হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ মমতার, শোকপ্রকাশও

মঞ্চের আরেক আহ্বায়ক দেবাশীষ বিশ্বাস বলেন “চাকরিপ্রার্থী,চাকরিজীবী ও চাকরিহারাদের নিয়ে পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে,আমরা সেটাই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে সমাধানের দিকে এগোতে চাই কিন্তু সরকারের পক্ষ থেকে চরম উদাসীনতাই প্রমাণ করছে আমরা সমাধান চাইলেও সরকার তা চায়না, তাই এবারে সমস্ত রকম কৌশল নিয়ে সাধারণ মানুষকে আহ্বান করছি যাতে নবান্ন অভিযানে আমাদের সাথে থাকেন, আমাদের পরিবার আজ অসহায়, আমরা দিনের পর দিন রাস্তায়, এভাবে আর সম্ভব নয়,সরকার বারংবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে”।

এই মুহূর্তে

আরও পড়ুন