Friday, 1 August, 2025
1 August, 25
HomeবিনোদনGupi Gayen Bagha Bayen: আজকের দিনে মুক্তি পেয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’

Gupi Gayen Bagha Bayen: আজকের দিনে মুক্তি পেয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’

সে সময়ে একটা দল ছিল, পুরোপুরি রাজনৈতিক দল নয়, যারা আমাদের ছবি রিলিজ করতে দিচ্ছিল না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

১৯৬৯ সালের ৮মে মুক্তি পেয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিটা। ছবি মুক্তির সময়ে শহরজুড়ে কীরকম প্রতিক্রিয়া ছিল? বঙ্গবার্তার সাথে একটা সাক্ষাত্‍কারে প্রযোজক পূর্ণিমা দত্ত সেই সময়ের কথা বলেছেন। তাঁর কথায়, ”ছবির মুক্তির সময়ে একটা লড়াই লড়তে হয়েছিল আমাদের। সে সময়ে একটা দল ছিল, পুরোপুরি রাজনৈতিক দল নয়, যারা আমাদের ছবি রিলিজ করতে দিচ্ছিল না। বেশ বড় রকমের ঝামেলা তৈরি হয়ে যায় তাই নিয়ে। তবে উত্তম কুমার, বা কিছু বিশেষ ব্যক্তি বিরোধী গ্রুপে চলে যাওয়ায় শেষ পর্যন্ত ছবিটা ঠিকভাবে মুক্তি পেয়েছিল। ‘মিনার’-‘বিজলী’-‘ছবিঘর’-এ মুক্তি পেয়েছিল ছবিটা, সেটা মনে আছে।”

আরও পড়ুন: প্রস্তুতির আড়ালেই প্রত্যাঘাতের কৌশল! ‘মক্‌ ড্রিল’ নিয়ে প্রচার কি তবে অপারেশন সিঁদুরেরই অংশ ছিল

সে আমলেও এমন দলবেঁধে ছবির মুক্তিকে বাধা দেওয়া হতো? এ প্রসঙ্গে পূর্ণিমার বক্তব্য, ”তখন অনেক ঝামেলা হতো। তবে সেটা ভদ্রভাবে। মারধোর করে গুলি করে দেওয়া হতো না। একটা সীমা অতিক্রম করতেন না কেউই।” লক্ষণীয় সত্যজিত্‍ রায় যখন এই ছবিটা তৈরি করার কথা ভেবেছিলেন, প্রথমেই জটিলতা সৃষ্টি হয়। প্রথমেই গানের রেকর্ডিং হয়ে গিয়েছিল। তবে প্রযোজক পিছিয়ে যান। সেই খবর পেয়েছিলেন রাজ কাপুর।

আরও পড়ুন: মোহিনী একাদশীতে হর্ষণা যোগ, স্বপ্ন পূরণের হাতছানি; সফলতার শিখরে পৌঁছবে এই চার রাশি

তার মাধ্যমে দত্ত পরিবারের কাছে খবর আসে। তারপর তাঁরা এগিয়ে আসেন ছবিটা প্রযোজনা করার জন্য। মুক্তির ৫৬ বছর পরেও, এই ছবি বড়পর্দায় দেখতে চান সিনেমাপ্রেমীরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের ওপেনিং ফিল্ম হিসাবেও একবার দেখানো হয়েছে এই ছবি। সেই দিনে হাউজফুল বোর্ড দেখা গিয়েছে। আগামী দিনে কোনও বিশেষ অনুষ্ঠান মাথায় রেখে, বড়পর্দায় এই ছবিটার মুক্তির পরিকল্পনা করা হবে কিনা, সেটা দেখার অপেক্ষা।

এই মুহূর্তে

আরও পড়ুন