Friday, 1 August, 2025
1 August, 25
HomeবিনোদনDance Bangla Dance: ‘ডান্স বাংলা ডান্স’-এ সঞ্চালক বদলের দাবি দর্শকদের! রেটিং কতটা...

Dance Bangla Dance: ‘ডান্স বাংলা ডান্স’-এ সঞ্চালক বদলের দাবি দর্শকদের! রেটিং কতটা কম?

দর্শকের মন ভরছে না কেন, সে কথা তাঁরাই সরাসরি লিখতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাম্প্রতিক সময়ে তিন সপ্তাহে বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে এই নন-ফিকশনের রেটিং ছিল ৩.৯, ৩.৮ আর ৩.৭। কেন রেটিং অন্তত ৪ ছুঁতে পারছে না এত তারকা থাকা সত্ত্বেও, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই শোয়ের অন্যতম আকর্ষণ ভূত কেকে-র কমেডি। এটা কাল্পনিক চরিত্র যা বিভিন্ন তারকাদের সঙ্গে মজার কথোপকথন করে। সেটাও রাখা হয়েছে এবারের এপিসোডে। কিন্তু তাতেও দর্শকের মন ভরছে না কেন, সে কথা তাঁরাই সরাসরি লিখতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।

‘ডান্স বাংলা ডান্স’-এর গত সিজন ছিল হিট। এবার তারকা সমাগম আরও বেড়েছে। মহাগুরু মিঠুন চক্রবর্তী যেমন নিয়মিত এপিসোডের শুটিং করছেন, তেমনই বিচারকের আসনে রয়েছেন যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর কৌশানী মুখোপাধ্যায়। তবে এবার শোয়ের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে খুদেদের উপর। সাম্প্রতিক সময়ে তিন সপ্তাহে বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে এই নন-ফিকশনের রেটিং ছিল ৩.৯, ৩.৮ আর ৩.৭। কেন রেটিং অন্তত ৪ ছুঁতে পারছে না এত তারকা থাকা সত্ত্বেও, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: আজ বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস : কিন্তু সেই স্বাধীনতা আজ ঘোর বিপন্নে !

এই শোয়ের অন্যতম আকর্ষণ ভূত কেকে-র কমেডি। এটা কাল্পনিক চরিত্র যা বিভিন্ন তারকাদের সঙ্গে মজার কথোপকথন করে। সেটাও রাখা হয়েছে এবারের এপিসোডে। কিন্তু তাতেও দর্শকের মন ভরছে না কেন, সে কথা তাঁরাই সরাসরি লিখতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, ”এবারের শোয়ে অঙ্কুশকে বিচারকের আসনে রাখা হয়েছে। কিন্তু সেখানেই সমস্যা। গতবারের ‘ডিবিডি’-তে অঙ্কুশ এতটাই ভালো করে সঞ্চালনায় দায়িত্ব সামলেছেন যে এপিসোডগুলোতে আরও বেশি মজা হতো। এখানে খুদেদের উপর সঞ্চালনার দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে অঙ্কুশের রসায়ন গড়ে তোলার চেষ্টা হচ্ছে। কিন্তু তার পরিবর্তে অঙ্কুশকে সঞ্চালনায় ফিরিয়ে আনুন।” আর একজন লিখেছেন, ”অঙ্কুশ সঞ্চালনায় না থাকলে প্রতিযোগীদের সঙ্গে তাঁর রসায়ন জমছে না। সেই রসায়ন দেখতেই সবচেয়ে ভালো লাগত।”

আরও পড়ুন: গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় বহু ভক্তের জমায়েত, ভিড়ের চাপে পদপিষ্ট অনেকে, মৃত্যু অন্তত ছ’জনের!

তবে অঙ্কুশ নাকি প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি বিচারকের আসনেই থাকতে চান। তাই এই নন-ফিকশনের রেটিং কী করে বাড়ানো হয়, সেটা দেখার অপেক্ষা। লক্ষণীয়, মে মাসের শেষে ঐন্দ্রিলা সেনের সঙ্গে জুটি বেঁধে অঙ্কুশ নিয়ে আসছেন ‘চন্দ্রবিন্দু’ ছবিটা। তবে নিজের প্রযোজনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে নায়কের বড় পরিকল্পনা রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন