Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশWhatsapp: ‘হোয়াটসঅ্যাপ ব্যবহার করা মৌলিক অধিকার নয়’, জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট; ‘আরাত্তাই’ ব্যবহারের...

Whatsapp: ‘হোয়াটসঅ্যাপ ব্যবহার করা মৌলিক অধিকার নয়’, জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট; ‘আরাত্তাই’ ব্যবহারের পরামর্শ

আরাত্তাই ব্যবহার করুন। এটা সম্পূর্ণভাবে ভারতে তৈরি।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কোনও মৌলিক অধিকার নয়। এক চিকিৎসকের করা মামলায় এ কথাই মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওই চিকিৎসক শীর্ষ আদালতে আবেদন করেছিলেন, তাঁর হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সাতসকালে বাইকের উপর মুখ থুবড়ে পড়ে দেহ, চমকে গেলেন বাসিন্দারা

হোয়াটসঅ্যাপকে যেন নির্দেশ দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। হোয়াটসঅ্যাপের বদলে ভারতে তৈরি মেসেজিং প্ল্যাটফর্ম ‘আরাত্তাই’ ব্যবহারের পরামর্শও দেয় শীর্ষ আদালত।

রমন কুন্দ্রা নামক এক চিকিৎসক পিটিশন দাখিল করেছিলেন। গত ১০ অক্টোবর সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল।

আরও পড়ুনঃ বয়স মাত্র ১৪ মাস, তাঁকেও ছাড়ল না! ধর্ষণ করে খুন ত্রিপুরায়

পিটিশনারের পক্ষে হাজির আইনজীবী মহালক্ষ্মী পভানি জানান যে গত ১৩ সেপ্টেম্বর বিকালে হোয়াটসঅ্যাপের তরফে ওই মহিলা চিকিৎসকের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। রিভিউ চাইলে, ১৪ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপ জানায় যে তাঁর অ্যাকাউন্ট ব্লকই থাকবে।

হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপে মহিলা চিকিৎসকের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি করেন মামলাকারীর আইনজীবী। তাঁর কথা শুনে বিচারপতি সন্দীপ মেহতা বলেন, “হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আপনার মৌলিক অধিকার কীভাবে?” বিচারপতি বিক্রম নাথ বলেন, “আরাত্তাইয়ের মতো আরও কমিউনিকেশন অ্যাপ্লিকেশন আছে, তিনি সেগুলি ব্যবহার করতে পারেন। আরাত্তাই ব্যবহার করুন। এটা সম্পূর্ণভাবে ভারতে তৈরি।

এই মুহূর্তে

আরও পড়ুন