কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
শিলিগুড়ি হকাস কর্নার থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ২০ নম্বর ওয়ার্ড সহ গোটা এলাকায়। ক্রিকেট খেলা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে গেছে। প্রথমে একজনের সাথে আরেকজন এবং পরে দুইদলের মধ্যে হাতাহাতি এবং পরে মারামারির পর্যায়ে পৌঁছায়।
আরও পড়ুন: বনধে অচল কেবলমাত্র কেরল, সচল বাকি ভারত
বন্ধের সময় রাস্তা ফাঁকা থাকায় কেউ সেই সময় সেখানে ছিল না। তারফলে সহজে মারামারি চূড়ান্ত পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়। দুপক্ষের হাতেই ছিল ব্যাট এবং উইকেট, এবং সেটা দিয়েই প্রথমে একে অন্যের সাথে মারামারি শুরু করে। পরে সেটা উত্তেজনাকর অবস্থায় পৌঁছে গেলে এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেয়।
আরও পড়ুন: সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! বুনিয়াদপুরে প্রবল উত্তেজনা
বিশাল পুলিশ বাহিনী এসে গোটা ঘটনাটি আয়তে নিয়ে আসে। পুলিশের সাথেও ঝামেলা শুরু হয়ে যায় দুপক্ষের মধ্য। পরে পুলিশ একজনকে গ্রেফতার করলে অবস্থা আরো খারাপের দিকে যায়।