Tuesday, 14 October, 2025
14 October
Homeরাজ্যWeather: বর্ষার আগমনী! কবে মিলবে গরম থেকে মুক্তি?

Weather: বর্ষার আগমনী! কবে মিলবে গরম থেকে মুক্তি?

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলায় চলছে মেঘ ও রোদের লুকোচুরি খেলা। একদিকে তাপপ্রবাহের অস্বস্তি, অন্যদিকে বজ্রপাতসহ দুর্যোগে প্রাণহানি। এই পরিস্থিতিতে বর্ষার আগমন নিয়ে আগ্রহ বাড়ছে সকলের মনে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষা ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। আশা করা যাচ্ছে, মে মাসের শেষ নাগাদ এটি ভারতের মূল ভূখণ্ডে, কেরলে পৌঁছাবে।

সাধারণত পুরনো পরিসংখ্যান অনুযায়ী, বর্ষা জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের আগে ভারতের মূল ভূখণ্ডে স্থায়ীভাবে আসে না। এরপর বাংলায় প্রবেশ করতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগে।

তবে, হাওয়া অফিস জানাচ্ছে, এবার বর্ষা তার নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই নিকোবরে ঢুকেছে। ১৩ই মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করেছে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে আরও বিস্তার লাভ করবে। এই গতি দেখলে মনে হচ্ছে, বর্ষা এবার দ্রুতগতিতেই ভারতের দিকে এগিয়ে আসছে।

এদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৮৫ শতাংশের মধ্যে রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে।

তাহলে, বাংলা কবে পুরোপুরি বর্ষার শীতল স্পর্শ পাবে, সেই অপেক্ষায় এখন বঙ্গবাসী!

এই মুহূর্তে

আরও পড়ুন