Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গJiban Krishna Saha: ‘পিসি-ভাইপোকে ধরাই উচিত, প্রচুর সম্পত্তি করেছে, লজ, শপিং মল..’, বেফাঁস...

Jiban Krishna Saha: ‘পিসি-ভাইপোকে ধরাই উচিত, প্রচুর সম্পত্তি করেছে, লজ, শপিং মল..’, বেফাঁস তৃণমূলের জীবনকৃষ্ণের বাবা

‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককেও জানিয়েছিলাম’, ছেলে জীবন সম্পর্কে চরম কথা বাবার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। বহুদিন জেলে থাকার পর কয়েক মাস আগে সুপ্রিম কোর্টে জামিনও পেয়েছিলেন। এবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন বিস্ফোরক মন্তব্য করেছেন জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা। যা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের এক্টিভ ইডি। জায়গায় জায়গায় চলছে চিরুরি তল্লাশি। গতকালই জীবনকৃষ্ণের মুর্শিদাবাদের বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি, একই মামলায় সকাল থেকে তাঁর পিসি মায়া সাহার সাঁইথিয়ার বাড়িতেও টানা তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির গোয়েন্দারা।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় খোঁজ মিলল কালাজ্বর আক্রান্তের! বাড়ছে উদ্বেগ!

জীবনের পিসি মায়া সাঁইথিয়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর স্বামী সুব্রত সাহাও স্থানীয় তৃণমূলের পরিচিত মুখ৷ তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে নামে ইডি। সূত্রের খাবাব, একাধিক নথি মিলেছে পিসির বাড়ি থেকে। যখন মায়ার বাড়িতে চলছে চিরুনি তল্লাশি, তখন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা তথা কাউন্সিল মায়া সাহার দাদা বিশ্বনাথ সাহা বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন তাঁর বোনের ছেলে ও বোনের বিরুদ্ধে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিশ্বনাথবাবু বলেন, “ওদের ধরাই উচিত। ওরা প্রচুর সম্পত্তি করেছে, একটা লজ, একটা শপিং মল ৷ ইডিরা জানে? জানে না। কিছুই ছিল না, বিধায়ক ও কাউন্সিলয়র হয়েই ওরা এত সম্পত্তি করেছে ৷ বেনামে জমি কিনে রেখেছে।” ছেলে আর বোনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেও জানান বিশ্বনাথবাবু। তিঁনি বলেন, “জীবনকৃষ্ণর সঙ্গে ওর পিসির আর্থিক লেনদেন ছিল।”

আরও পড়ুনঃ দিনবদলের ইস্তেহার! বামপন্থা এসেছে সূক্ষ্ম অবয়বে; কমেডিকে অস্ত্র বানিয়ে তোলেন ভানু বন্দ্যোপাধ্যায়?

তিঁনি আরও বলেন, “বিধায়ক ছেলে ও কাউন্সিলর বোন বেনামে প্রচুর সম্পত্তি করেছে। অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলাও দেওয়া হয়।” উল্লেখ্য, ইডির অভিযোগ, তৃণমূলের বিধায়ক হওয়ার আগে চাকরি-বিক্রির এজেন্ট ছিলেন জীবনকৃষ্ণ সাহা। পরে বিধায়ক হওয়ার পর আরও বড় হয় তাঁর ‘ব্যবসা’। ১০-১২ জনকে নিয়ে জীবন চাকরি-বিক্রির নেটওয়ার্ক তৈরী করেন বলে অভিযোগ।

এই মুহূর্তে

আরও পড়ুন