spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeকলকাতাLionel Messi: মেসির সামনে মোহনবাগান অল স্টারসের নেতৃত্ব কে? নাম প্রত্যাহার ব্রাজিলিয়ান...

Lionel Messi: মেসির সামনে মোহনবাগান অল স্টারসের নেতৃত্ব কে? নাম প্রত্যাহার ব্রাজিলিয়ান তারকার!

যদিও মেসি নিজে মাঠে থাকবেন না, তবু তাঁর দেখা মিলবে এই আয়োজনের সমস্ত মর্যাদায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আন্তর্জাতিক ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি কলকাতায় আসছেন। আর তাঁর উপস্থিতিতেই মোহনবাগান অল স্টারসের একটি বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও মেসি নিজে মাঠে থাকবেন না, তবু তাঁর দেখা মিলবে এই আয়োজনের সমস্ত মর্যাদায়।

আরও পড়ুনঃ বৌদ্ধতন্ত্রের বিপুল ভাণ্ডারে বাঙালির শিকড়, কেতুগ্রামের কাছে ঈশানী নদীতীরের অট্টহাস পীঠ

১৯৭৭ সালে পেলের কসমস ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার সময় মোহনবাগানের নেতৃত্ব দিতেন সুব্রত ভট্টাচার্য। এবার সেই ঐতিহ্যকে ধরে রেখে ২০২৫ সালে লিওনেল মেসির সামনে খেলবেন বাগানের প্রাক্তন মিডফিল্ডার শিল্টন পাল। অধিনায়কের দায়িত্ব পেয়ে শিল্টন জানান, “খুবই ভাল লাগছে। মেসির সামনে যে খেলব, এটাই একটা আলাদা অনুভূতি।”

প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ‘সবুজ তোতা’ হোসে রামিরেজ ব্যারেটো মোহনবাগান অল স্টারসের নেতৃত্ব দেবেন। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় শিল্টনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। শিল্টন আরও জানান, “আলাদা করে কোন প্রস্তুতি নেওয়া হচ্ছে না। তবে দলটা তৈরি করা হয়েছে এবং আমরা ভাল খেলতে চাই। মেসির সামনে খেলাটাই একটা বড় প্রাপ্তি।”

আরও পড়ুনঃ বড় ক্ষতি! লালগ্রহের সাথে ‘যোগাযোগ ছিন্ন’; স্তব্ধ নাসার মহাকাশযান ‘মাভেন’?

মোহনবাগান অল স্টারসের স্কোয়াডে থাকছেন: সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টন পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস।

ম্যাচের সূচনা শনিবার সকাল ১০:৩০ টায়। শোনা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ঐতিহাসিক শিল্ড জয়ের জার্সি মেসির হাতে তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠান কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অবশ্যই এক স্মরণীয় দিন হয়ে থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন