Tuesday, 14 October, 2025
14 October
Homeলাইফ-স্টাইলRelationship: নাপসন্দ স্বামীর! পাশ থেকে সরে যাবেন না

Relationship: নাপসন্দ স্বামীর! পাশ থেকে সরে যাবেন না

স্ত্রী কাছে যাওয়া কিংবা শরীরী খেলায় মেতে উঠতে চাইলেও, তা একেবারে নাপসন্দ স্বামীর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দরজা, জানলা বন্ধ। ঘরে স্বামী-স্ত্রী দু’জন। এক বিছানাতেও হয়তো ঘুমাচ্ছেন। তবে স্ত্রীর কাছে আসার এতটুকু ইচ্ছা নেই স্বামীর। স্ত্রী কাছে যাওয়া কিংবা শরীরী খেলায় মেতে উঠতে চাইলেও, তা একেবারে নাপসন্দ স্বামীর।

আরও পড়ুনঃ পুরুষদের গ্রুমিং বিপ্লব!পুরুষের সাজসজ্জা এখন শুধু ‘শখ’ নয়, এক ‘প্রয়োজন

দিনের পর দিন যৌনতায় ভাটা। তার ফলে একসময় সম্পর্কে দূরত্ব বৃদ্ধিও অস্বাভাবিক কিছুই নয়। তবে এই পরিস্থিতিতে মনের মানুষের পাশ থেকে সরে যাবেন না। বরং জেনে নেওয়া যাক কেন শরীরী খেলায় অনীহা হয় বহু পুরুষের।

* কাজের চাপ, ব্যস্ততা, শারীরিক ক্লান্তি ফলে অবসাদের জন্ম। আর তার ফলে এনার্জির অভাব। সবমিলিয়ে উদ্দাম যৌনতায় মেতে ওঠার তাগিদ পান না বহু পুরুষ।
* হরমোনের তারতম্য, উদ্বেগের মতো সমস্যা থাকলেও অনেক সময় যৌনতার রাজি হন না পুরুষরা।
* বহু সম্পর্ক উপর থেকে সুন্দর হলেও, ভিতরে সম্পূর্ণ আলাদা। মনের অমিলে অশান্তি নিত্যদিনের সঙ্গী। মানসিক দূরত্ব একবার তৈরি হলে, তাঁর সঙ্গে আর শারীরিক সম্পর্কে মন চায় না কারও।
* কোনও কোনও পুরুষ আবার ভাবেন, তাঁর বিপরীত মানুষটিকে তিনি যৌনসুখ দিতে পারেন না। এই ভাবনার ফলে আত্মবিশ্বাস ধাক্কা খায়। তার ফলে শারীরিক সম্পর্কে আর মেতে ওঠা হয় না।
* কেউ কেউ আবার রোজকার যৌন সম্পর্কে কোনও রোমাঞ্চের স্বাদ পান না। তাঁরা চান নিত্যনতুন পন্থায় শরীরী খেলায় মেতে উঠতে। এই ধরনের পুরুষরাও যৌনতায় মাততে চান না অনেকসময়।
* অনেকের কাছে যৌনতায় বড়ই একঘেয়ে। তাই তাঁরা বিছানায় উষ্ণতা খুঁজতে চান না। ফলে বিপরীত মানুষটির সঙ্গে আর যৌনতায় মেতে ওঠা হয় না। ফলে সম্পর্কে তৈরি হয় দূরত্ব।

আরও পড়ুনঃ বাড়বে লাফিয়ে…! পুরুষরা চিবিয়ে খান মাত্র ১০ দিন

আপনি যৌনতায় মাতছেন না বলে উলটো দিকের মানুষটি কষ্ট পাচ্ছেন কিনা, সেদিকে খেয়াল রাখুন। নইলে আপনার দাম্পত্য সম্পর্কে ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

মনে রাখবেন, সম্পর্ক তৈরি হতে সময় লেগে যায় অনেকটা। কিন্তু সম্পর্ক ভাঙে এক মুহূর্তে। তাই সম্পর্কের প্রতি যত্নবান হোন।

এই মুহূর্তে

আরও পড়ুন