Friday, 9 May, 2025
9 May, 2025
Homeরাজ্যMamta Banerjee: যুদ্ধ হলে জিনিসের দাম বাড়বে? বৃহস্পতিতেই বৈঠকে মমতা

Mamta Banerjee: যুদ্ধ হলে জিনিসের দাম বাড়বে? বৃহস্পতিতেই বৈঠকে মমতা

পরিস্থিতির সুযোগ নিয়ে দাম না বাড়ে সেই কারণেই এই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

যুদ্ধ হলে দাম বাড়ে। আকাশ ছোঁয়া দামের জেরে নাজেহাল হতে হয় মধ্যবিত্ত থেকে নিম্নমধ্য়বিত্ত শ্রেণিকে। এক শ্রেণির অসাধু ব্য়বসায়ী এই সময় অতিরিক্ত লাভ তুলতে ব্যস্ত থাকে। তাই ভারত-পাকিস্তান যুদ্ধ হলে তেমন পরিস্থিতি যাতে তৈরিই না হয় তাই আগে-ভাগে সতর্ক রাজ্য প্রশাসন।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ – এ শেষ মাসুদের পরিবার। কে এই পাকিস্তানি মাসুদ

বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে তিনি জানিয়েছেন, কাল অ্যাগ্রো মার্কেটিং নিয়ে বৈঠক করবেন বিকেল পাঁচটায়। যাতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে দাম না বাড়ে সেই কারণেই এই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ যখন চলছে, তখনই পাক গোলাবর্ষণ

প্রসঙ্গত, পহেলগাওঁ হামলার পর থেকে প্রতিশোধের প্রহর গুনছিল দেশবাসী। মঙ্গলবার ছিল সেই দিন। মধ্য রাতে গিয়ে হামলা চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গি ঘাঁটি। প্রাণ গিয়েছে প্রায় ১০০ জন জঙ্গির। এ দিকে, আগেই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছিল রাজ্যগুলিতে মকড্রিল করতে হবে। সেই তোড়জোড়ের মধ্যে হয় ‘অপারেশন সিঁদুর’। এ দিন, এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সকলকে আশ্বস্ত করে প্যানিক হতে বারণ করলেন। একই সঙ্গে স্কুল পড়ুয়াদের বাড়িতে রাখার জন্যই আবেদন করলেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন