spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গDarjeeling: বরফ পড়বে দার্জিলিংয়ে? পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে

Darjeeling: বরফ পড়বে দার্জিলিংয়ে? পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে

আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছেন, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের জেরে উত্তরের সমতলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

পর্যটকদের জন্য সুখবর। বড়দিনের আগেই তুষার চাদরে মুখ ঢাকতে চলেছে সিকিমের উঁচু পাহাড়ি এলাকা। অন্তত আবহাওয়া দপ্তর সূত্রে তেমনই আভাস মিলেছে। আগামী কাল, মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর সিকিমে। তারই জেরে রাত থেকে লাচুং, লাচেন, গুরুদংমার হ্রদ, জিরো পয়েন্টের পথঘাট বরফে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুনঃ ‘কলকাতায় আমরা নীরব থাকব না’, বাংলাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে জনমুখর প্রতিবাদ শুভেন্দুর

দার্জিলিংয়ে কি বরফ পড়ার সম্ভাবনা থাকছে? সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র থেকে জানানো হয়েছে সিকিম পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের জেরে দার্জিলিং পাহাড় সহ উত্তরের সমতলে তাপমাত্রার পারদ নামবে। বাড়বে কুয়াশার দাপট।

সোমবার সিকিমের গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। মঙ্গনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে কি বরফ পড়ার সম্ভাবনা থাকছে? তুষারে ঢাকতে পারে ম্যালের রাস্তা? কী বলছে উত্তরের আবহাওয়া? দার্জিলিংয়ে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। শৈলশহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বড়দিনে দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনার আশায় জল ঢেলে দিয়েছে আবহবিদরা।

আরও পড়ুনঃ ধ্বংসের মাঝেও হাসছে প্রকৃতি, ভয়ঙ্কর আগ্নেয়গিরির ‘হাসিমুখ’!

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, মঙ্গলবার থেকে পূর্ব এবং উত্তর সিকিমের আবহাওয়া পালটানোর সম্ভাবনা প্রবল। বিশেষত, উত্তর সিকিমে হালকা বৃষ্টি শুরু হতে পারে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে ২৫ ডিসেম্বর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব সিকিমের গ্যাংটক, নাথু-লা, ছাঙ্গু উপত্যকায়। বৃষ্টির জেরে মঙ্গলবার রাত থেকে তুষারের চাদরে মুখ ঢাকতে পারে লাচুং, লাচেন, গুরুদংমার হ্রদ, জিরো পয়েন্টের মতো উঁচু পাহাড়ি এলাকা। ইতিমধ্যে তুষারাবৃত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য সিকিমে ভিড় করেছেন দেশ-বিদেশের প্রচুর পর্যটক। সোমবার থেকেই তারা পাড়ি জমাতে শুরু করেছেন লাচুং, লাচেনে।

এদিকে বড়দিনের আগে দার্জিলিং শহরেও পর্যটকদের ভিড় বাড়ছে। তবে সেখানে তুষারপাতের সম্ভাবনার সুখবর আবহাওয়া দপ্তর সূত্রে মেলেনি। যদিও চুটিয়ে শীত উপভোগ করছেন সকলে। আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছেন, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের জেরে উত্তরের সমতলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। চলতি সপ্তাহে দার্জিলিং ও কালিম্পংয়ে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঠান্ডা ও কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে প্রতিটি জেলায়। কমবে দৃশ্যমানতা।

এই মুহূর্তে

আরও পড়ুন