Saturday, 2 August, 2025
2 August, 25
Homeরাজ্যBurdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজে অসুস্থ একের পর এক প্রসূতি। কারণ...

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজে অসুস্থ একের পর এক প্রসূতি। কারণ জানতেই তোলপাড়

তিন থেকে চারটি ইঞ্জেকশন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন প্রায় দশ বারোজন প্রসূতি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।

রোগীদের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালের নার্সরা ইঞ্জেকশন দেওয়ার পরই প্রসূতিদের খিঁচুনি শুরু হয় এবং জ্বর আসে। তাঁদের আরও অভিযোগ, যাঁরা ইঞ্জেকশন দিয়েছেন, তাঁরা প্রশিক্ষিত নন। খালি পেটে পরপর তিন থেকে চারটি ইঞ্জেকশন দেওয়ার কারণেই প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েছেন।

সুমন দাস নামে এক রোগীর আত্মীয় বলেন, “বিকেলে নার্সরা চারটি ইঞ্জেকশন দেয়। এরপরই রোগীর কাঁপুনি শুরু হয় এবং জ্বর আসে। এই ইঞ্জেকশন দেওয়ার পরই চোদ্দ-পনেরোজন অসুস্থ হয়ে পড়েন।”

জয়দেব মণ্ডল নামে আরেকজন বলেন, “আমার স্ত্রী সুস্থ ছিল। হঠাৎ ফোন আসে রোগীর খিঁচুনি হচ্ছে এবং জ্বর এসেছে। ভুলভাল ইঞ্জেকশন দিয়ে একটা মেয়ে চলে গেছে। রোগীকে দেখতে গেলে সিকিউরিটি বের করে দিয়েছে। কারও কিছু হলে এর দায় কে নেবে?”

এই বিষয়ে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, “ইঞ্জেকশন দেওয়ার পর সমস্যা হয়েছিল। তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ-ছ’জন এখনও অসুস্থ রয়েছেন।”

এই মুহূর্তে

আরও পড়ুন