বিজেপি-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিবাদ। পথে নামলেন যৌন কর্মীরা। তাঁদের বক্তব্য, জীবিকা নির্বাহের জন্য তাঁরা এই পেশা বেছে নিয়েছেন। যৌন কর্মীদের স্পষ্ট বক্তব্য, কারও পেশাকে অপমান করার অধিকার কারও নেই। এরই প্রতিবাদ স্বরূপ সুকান্ত মজুমদারের কুশপুতুল জ্বালানো হয়।
আরও পড়ুন: হেঁশেলে রান্না হবে কী করে! মাত্র ১৫ দিনের গ্যাস মজুদ আছে ভারতে
সম্প্রতি, ডায়মন্ড-হারবারের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান সুকান্ত মজুমদার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে নিষিদ্ধ পল্লীর তুলনা করার অভিযোগ ওঠে। ইতিমধ্যে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার বড়তলা থানায় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। তবে অভিযোগ জানিয়েই থেমে থাকেননি তৃণমূল কাউন্সিলর। কীভাবে একজন প্রতিমন্ত্রী এমন মন্তব্য করতে পারেন, সেই প্রতিবাদে সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুন: মমতার ‘কথাঞ্জলি’! স্কুলের লাইব্রেরিতে যাচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা ১৯টি বই
এই ঘটনার প্রতিবাদে পথে নামেন যৌন কর্মীরা। এক মহিলা বলেন, “উনি তো আমাদের অপমান করেছেন। আমাদের নামে উল্টো-পাল্টা বলেছেন। এটা মেনে নেব না।”