Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গSiliguri: নক্সালবাড়ি তে কর্মীসভা। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বিশেষ দিন

Siliguri: নক্সালবাড়ি তে কর্মীসভা। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বিশেষ দিন

উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি: শিলিগুড়ির নক্সালবাড়ি তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশাকর্মী শাখা পক্ষ থেকে দার্জিলিং জেলা সমতল মহাকুমা পরিষদ এলাকায় কর্মীসভার আয়োজন করা হয়।

উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। চন্দ্রিমা ভট্টাচার্য জানান আমাদের গর্বিত করছে আশা কর্মী এবং অঙ্গনেয়ারীর কর্মীরা। তারা সময় করে করে কাজ করে যাচ্ছে। ওদের দরকার পরিকল্পনা করে কাজ করানো। পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের কথা চিন্তা করে নতুন নতুন পরিকল্পনার কথা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন, এইসব কর্মীরা আসেন গ্রাম থেকে, মূলত গ্রাম থেকেই আশা কর্মীরা কাজ করতে শুরু করেন, ওদের উৎসাহিত করার জন্য এই কর্মীসভা আমরা আয়োজন করেছি। ভবিষ্যতে ওদের কাজ করার পদ্ধতি, ওরা কি কি সুবিধা ভাবে সেটা দেখতেও  আমরা নেতৃত্ব পরিকল্পনা করেছি। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রিমা ভট্টাচাৰ্য এবং দার্জিলিং জেলার সভাপতি পাপিয়া ঘোষ, এবং মহিলা সভাপতি সুস্মিতা বস মৈত্র। উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন