এই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীবসমাজ। এই প্রকৃতি পরম স্নেহে লালন-পালন করে তার সন্তানকে। প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত দেওয়া হয় না বরং মানুষের অত্যাচারে আরো বেশি নগ্ন হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য। এই বছর প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার করার মাধ্যমে কারণ করুন বিশ্ব পরিবেশ দিবস।
আরও পড়ুন: গঙ্গা দশমীতে সিদ্ধি যোগে মিশেছে ব্যাতিপত যোগ, বড় চমক এই চার রাশির
কবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস?
প্রতিবছর জুন মাসের ৫ তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। চলতি বছরে এই দিনটি আজ বৃহস্পতিবার পড়েছে।
বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস
১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।
আরও পড়ুন: চেয়ারম্যানের খরচের অনুমোদন আটকে গেল, চিন্তায় রবি
আপনি কীভাবে পালন করতে পারেন বিশ্ব পরিবেশ দিবস?
বিশ্ব পরিবেশ দিবস পালন করার সবথেকে সহজ পদ্ধতি হলো বৃক্ষরোপণ করা। প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে, তাতে আর কিছু বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো কয়েক গুণ। এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতিবছর অন্ততপক্ষে ১০০ টি করে গাছ লাগানো প্রয়োজন। এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরেই।
প্রতিবছর পৃথিবীর ৪০ শতাংশ ভূমি ক্ষয় হচ্ছে, যা সরাসরি বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করছে। ২০০০ সাল থেকে এই পৃথিবীতে খরা প্রবণ জমির এলাকা বেড়েছে ২৯ শতাংশ, যা ২০৫০ সালের মধ্যে তিন চতুর্থাংশের বেশি বেড়ে যেতে পারে। এলাকা গুলিকে পুনরায় সবুজ করে তোলার মাধ্যমেই পালন করা হবে এই বছর বিশ্ব পরিবেশ দিবস।