হিন্দি ধারাবাহিকের অভিনেতা আশীষ কপূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ‘ইয়ে রিশ্তা কেয়া কেহলাতা হ্যায়’ অভিনেতাকে। পুলিশ সূত্রে খবর, দিল্লির সিভিল লাইন থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি, পুজোর আগে একধাক্কায় অনেক কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
অভিযোগ পাওয়ার পর থেকে, একাধিক জায়গায় আশীষের গতিবিধির উপর নজর রেখেছিল পুলিশ। এর পর পুণে থেকে তাঁকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, দিল্লির এক হাউজ় পার্টিতে শৌচালয়ের ভিতর আশীষের নির্যাতনের শিকার হন ওই অভিযোগকারিণী। অগস্টের দ্বিতীয় সপ্তাহের ঘটনা বলে জানা গিয়েছে। ১১ অগস্ট এফআইআর দায়ের করা হয়েছিল। এর পরেই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও খবর, নির্যাতিতা প্রথমে তাঁর অভিযোগ আরও কয়েক জনের নামও উল্লেখ করেছিলেন। কিন্তু, পরবর্তীকালে তাঁর বয়ানের কিছু অংশ বদলে ফেলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আশীষ ও এক অজ্ঞাত ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণ করেন। কিন্তু পরে সেই বয়ান বদলে তিনি কেবল আশীষকেই অভিযুক্ত করেন। এই বিষয়ে আইনি সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। চলছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, আশীষকে প্রথমে গোয়ায় পাওয়া যায়। যদিও সেখান থেকে অভিনেতা পালিয়ে যান। এর পর তাঁর হদিশ মেলে পুণেতে। সেখানে এক বন্ধুর সঙ্গে থাকছিলেন তিনি। মঙ্গলবার পুণে থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। নির্যাতিতা গুরুগ্রামে কর্মরতা।
হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ আশীষ কপূর। ‘লভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘চাঁদ ছুপা বাদল মেঁ’, ‘বন্দিনী’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।