Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeদেশToll Tax: বাইকে চড়ে গেলেও দিতে হবে টোল ট্যাক্স!

Toll Tax: বাইকে চড়ে গেলেও দিতে হবে টোল ট্যাক্স!

হঠাৎই কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল গাড়ি, বাস বা লরির মতো এবার মোটর বাইকেও টোল ট্যাক্স বসাতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আপনি কি মোটর বাইক চড়েন? তবে আপনার জন্য একটা খবর আছে। হঠাৎই কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল গাড়ি, বাস বা লরির মতো এবার মোটর বাইকেও টোল ট্যাক্স বসাতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর কি আদৌ সত্যি? কী বলছে কেন্দ্রীয় সরকার?

আরও পড়ুন: তুলনা টানা হচ্ছে আরজি কর-কাণ্ডের সঙ্গে! বিক্ষোভ কর্মসূচির ডাক দিল বিভিন্ন বিরোধী সংগঠন

এই বিষয়ে কড়া বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি। তিনি বলেছেন, এমন কোনও পরিকল্পনা করা হয়নি কেন্দ্রের তরফে। ফলে, এখনও আগের মতই বিনা টোলে যাতায়াত করতে পারবেন বাইক আরোহীরা।

আরও পড়ুন: আজ বিকেলবেলায় খেতেই হবে পাঁপড়ভাজা আর জিলিপি! এমন খাওয়ার চল শুরু হল কীভাবে ?

সম্প্রতি এই বিষয়টা নিয়েই ফ্যাক্ট চেক করেছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তারা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে, বাইকের মতো দু’চাকার কোনও যানে টোল বসানোর কথা ভাবছে না কেন্দ্র। কোনও কোনও মিডিয়া এমন ভুল খবর পরিবেশন করছে।

এই মুহূর্তে

আরও পড়ুন