Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeউত্তরবঙ্গNew Jalpaiguri: চাঞ্চল্যকর অভিযোগ ইউটিউবারের! নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে উঠে মাদক খাইয়ে...

New Jalpaiguri: চাঞ্চল্যকর অভিযোগ ইউটিউবারের! নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে উঠে মাদক খাইয়ে চুরি!

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি এই দাবি করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ব্রহ্মপুত্র মেলে সফরের সময় পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে মাদক খাইয়ে চুরি করা হয়েছে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কণিকা দেবরানি নামের এক ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি এই দাবি করেছেন। ঠিক কী অভিযোগ তাঁর?

ইউটিউবারের কথায়, ট্রেনের ভিতরেই তাঁকে এবং সহযাত্রী অনেককে কিছু খাইয়ে অজ্ঞান করে ফোন চুরি করা হয়েছে। তাঁর এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকেই আইআরসিটিসি ও পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

আরও পড়ুন: স্তব্ধ গড়িয়াহাট! প্রিজন ভ্যানে সুকান্ত, আটক একাধিক, অলিগলিতে BJP কর্মীদের খুঁজছে পুলিশ

কণিকা তাঁর ভিডিওতে দাবি করেছেন, ট্রেনের ২-এসি কামরায় এক অচেনা ব্যক্তি টিকিট ছাড়াই উঠে পড়েন এবং সহযাত্রীদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেন। এরপরই তিনি তাঁদের কিছু খেতে দিয়েছিলেন। সেটা খাওয়ার পরই তাঁরা অজ্ঞান হয়ে যান কিছু সময়ের জন্য। হুঁশ ফিরলে দেখেন, বালিশের নিচে রাখা তাঁর আইফোনটি উধাও। তাঁর পাশের সহযাত্রীরও একই অভিজ্ঞতা, তাঁর ফোনও গায়েব।

এই ইস্যুতে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন কণিকা। তাঁর দাবি, পরে একজন নিজেকে আরপিএফ অফিসার পরিচয় দিয়ে নিজের ফোন থেকে তাঁর মাকে ফোন করেন এবং ফোনের পাসওয়ার্ড জানতে চান। অভিযোগ, এরপরও এই ঘটনায় পুলিশের তরফে প্রথমে কোনও সহায়তা মেলেনি।

আরও পড়ুন: এ বার ‘র’-এর প্রধান আইপিএস পরাগ জৈন; ‘অপারেশন সিঁদুর’-এ চিনিয়ে দেন পাক জঙ্গিঘাঁটি

রেলওয়ের এক মুখপাত্র কপিনজল কিশোর শর্মা জানিয়েছেন, “ওই মহিলা বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন। তাঁর অভিযোগ রেল সুরক্ষা বাহিনীর তরফে নথিভুক্ত করা হয়েছে। চুরি যাওয়া ফোন খুঁজে বার করতে ও অপরাধীদের ধরতে CEIR পোর্টালের সাহায্য নেওয়া হচ্ছে। গোটা বিষয়টি খুঁটিয়ে খতিয়ে দেখা হচ্ছে। যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কড়া পদক্ষেপ করা হবে।”

ঘটনার তদন্ত চলছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ ঘিরে ফের প্রশ্ন উঠেছে ট্রেনযাত্রার নিরাপত্তা নিয়ে। বিশেষত, দীর্ঘ দূরত্বের ট্রেনে যাত্রীদের নিরাপত্তায় আদৌ পর্যাপ্ত নজরদারি হচ্ছে কিনা, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন অনেক নেটাগরিক।

এই মুহূর্তে

আরও পড়ুন