Wednesday, 15 October, 2025
15 October
HomeদেশAssam: তুমুল বিক্ষোভ অসমে, পুলিশের গাড়িতে আগুন; জুবিনের মৃত্যুতে অভিযুক্তদের কনভয়ে হামলা

Assam: তুমুল বিক্ষোভ অসমে, পুলিশের গাড়িতে আগুন; জুবিনের মৃত্যুতে অভিযুক্তদের কনভয়ে হামলা

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বজায় রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জুবিন গর্গ মৃত্যুতে অভিযুক্তদের বকসা জেলে নিয়ে যাওয়ার সময়ে পুলিশি কনভয়ে হামলা। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি। কাঁদানে গ্যাস ছুড়ে, শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি বাগে আনে পুলিশ। বুধবার দুপুরে সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র উজনী অসম (আপার অসম)। হামলাকারীদের দাবি, ‘অভিযুক্তদের আমাদের হাতে ছেড়ে দিন।’

আরও পড়ুনঃ ১১ দিন পার, ক্ষত শুকোয়নি পাহাড়ের; খাঁ খাঁ করছে দার্জিলিং ম্যাল

সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিনের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ও গঠন করে অসম সরকার।

এখনও পর্যন্ত গ্রেপ্তারিক সংখ্যা পাঁচ। বুধবারই অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের জন্য তাদের ঠিকানা অসমের বকসা জেল। অভিযুক্তদের সেই জেলে নিয়ে যাওয়ার সময়েই পুলিশি কনভয়ে হামলা চালায় একদল ক্ষিপ্ত অনুরাগী।

আরও পড়ুনঃ ক্যানসারে ভুগছিলেন, চলছিল চিকিৎসাও; প্রয়াত ‘মহাভারত’ এর কর্ণ অভিনেতা পঙ্কজ ধীর

জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীরা কমপক্ষে তিনটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে। শুধু তাই নয়, অভিযুক্তদের নিয়ে যাওয়া কনভয় লক্ষ্য করেও ইট-পাথর ছোড়ে তারা। সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ কর্মী এবং কয়েকজন সংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।

পরিস্থিতি বাগে আনতে বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙে ফেলে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। শূন্যে খান কয়েকবার গুলি চালানোর পর ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীরা তাতেও শান্ত হয়নি। জানা গিয়েছে, বকসা জেলের সামনে জায়গায় জায়গায় টায়ার এবং কয়েকটা যানবাহন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

 

এই মুহূর্তে

আরও পড়ুন