
কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)
নিজের অফিসের কাজ ভালোভাবে করবার জন্য আজ কালীঘাটে মায়ের মন্দিরে এসে পুজো দিলেন কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। তিনি আজ সকালে কালীঘাট মন্দিরে আসেন পুজো দিতে। অনন্যা ব্যানার্জি নিজেই জানালেন অফিসের কাজ নতুনভাবে শুরু করছি, তাই শুরুর আগে দরকার ছিল মায়ের আশীর্বাদ নেওয়া। মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে মাকে জানালাম, আমি আমার ওয়ার্ডের মানুষের যেন সেবা করে যেতে পারি। কারণ এই ১০৯ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভোটে জিতিয়েছেন। আমাকে চিনেছেন, আমাকে বুঝতে পেরেছেন এবং আমাকে জেনেছেন, তাই তাদের যেন সারাবছর আমি ঠিকমতো পরিসেবা দিয়ে যেতে পারি সেটাই মায়ের কাছে প্রার্থনা করলাম। ওরা ঠিক থাকলে আমি থাকবো। ওরাই আমার স্বপ্ন আমার আশা, এদিন অনন্যা ব্যানার্জির সাথে উপস্থিত ছিলেন তার নিজের দলের কর্মীরা। মায়ের পুজো দিয়ে , ভোগ প্রসাদ ও খান ১০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মায়ের মন্দিরের ভিতরে গিয়ে মায়ের কাছে করদরের প্রার্থনা করেন তিনি। তিনি জানান না আমি বরাবর ঈশ্বরের বিশ্বাস করি। তাই আজকে কালীঘাটে এসে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে গেলাম। এবার মন দিয়ে আমি কাজকর্মগুলো করতে পারব, মায়ের আশীর্বাদে আমি শক্তি পেলাম। জানালেন অনন্যা ব্যানার্জি।