spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গশিলিগুড়িতে লিথিয়াম ব্যাটারির আবিষ্কর্তা ২ যুবক

শিলিগুড়িতে লিথিয়াম ব্যাটারির আবিষ্কর্তা ২ যুবক

এত তাড়াতাড়ি তারা সফল হবেন তারা নিজেরাও ভাবতে পারেননি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

লিথিয়াম–আয়ন ব্যাটারি তৈরির স্টার্টআপ সংস্থা। শিলিগুড়িতে পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের একমাত্র লিথিয়াম–আয়ন ব্যাটারি অ্যাসেম্বলিং কারখানা গড়েছেন দুই তরুণ— সৌভিক দাশগুপ্ত ও দেবেন্দ্র আনন্দ ঢোলে। তাঁদের সংস্থা ‘লিওনার্জি’–র অ্যাসেম্বল করা লিথিয়াম–আয়ন ব্যাটারি বিক্রি হচ্ছে শিলিগুড়ি থেকে গুয়াহাটি, মায় পাটনাতেও।

মাত্র সাত মাসে ১০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে সংস্থাটি। সৌভিকের কথায়, ‘এটা কিছুই নয়। একটু সরকারি সহায়তা পেলে আগামী এক বছরে আমরা ৫০ কোটি টাকার ব্যবসা করতে পারব।’ দেবেন্দ্র ইঞ্জিনিয়ার। কিন্তু কারও অধীনে চাকরি করবেন না বলে ব্যবসা করেন। মুম্বইয়ে নিজের শেয়ার ব্রোকিংয়ের ব্যবসা আছে। সৌভিকের প্রথম জীবনে সেলসের কাজের অভিজ্ঞতা রয়েছে। এখন বিল্ডার।

দেবেন্দ্র ব্যাটারি অ্যাসেম্বলিং কারখানার কাজের তদারকি করেন। সৌভিক দেখেন মার্কেটিং এর দিকটা। দুজনেই জানিয়েছেন  এত তাড়াতাড়ি তারা সফল হবেন তারা নিজেরাও ভাবতে পারেননি, তারা এও চান  মানুষ আগ্রহ করে  তাদের কাছে আসুক। পশ্চিমবাংলায় কর্মসংস্থান একটা বিশাল সমস্যা, শুধু পশ্চিমবাংলায় নয়  গোটা ভারতের কর্মসংস্থান একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তারা চান  তরুণ প্রজন্ম এগিয়ে আসুক, অর্থ উপার্জন করুক এবং স্বাবলম্বী হোক তাদের তৈরি করা এই প্রজেক্ট এর মাধ্যমে। তবেই আমরা জানবো  আমরা সফল হতে পারলাম জানিয়েছেন দুজনে।

এই মুহূর্তে

আরও পড়ুন