Friday, 1 August, 2025
1 August, 25
Homeআবহাওয়াআগামী সপ্তাহের শুরুর দু’-তিন দিন ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে

আগামী সপ্তাহের শুরুর দু’-তিন দিন ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তাহলে কি আবার আসতে চলেছে বৃষ্টির ভ্রুকুটি………

দিব্যেন্দু যশ

আগামী সপ্তাহে প্রথম দিকেই ১৩ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি কলকাতা পারদ ছুঁয়ে ফেলবে । এমনকি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিমে শীতল হাওয়া দাপটেই রাতের পারদ আরো নামতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের নয়টি জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি নিচে পর্যন্ত নামতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমে যেতে পারে। তবে উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও পরপর তিনদিন দার্জিলিং ও কালিম্পং পাশাপাশি উঁচু জায়গাগুলিতে হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিকৃত হবে এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর পাশাপাশি উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে । দক্ষিণবঙ্গে কোথাও এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে। সর্বত্র শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকবে। তবে উপকূলের জেলা গুলি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সব জেলাতেই শরবতই কমবেশি করে হালকা কুয়াশা দেখা যেতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে এছাড়া সহনীয় তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙের পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন কুয়াশাও থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর ফলে রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বেশি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া হতে চলেছে। ফলে সবাই তীব্র গরমের পর হাঁফ ছেড়ে বাঁচতে চলেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন