
পথে হল দেরি, তবে এবার ধীরে ধীরে নামছে তাপমাত্রা। সকাল-সন্ধ্যে শিরশিরানি। তাহলে কি অবশেষে শীত এল? আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে পারদ পতন হবে অনেকটা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আজ তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, শুক্রবার থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ উইকেন্ডে জমিয়ে শীত।

এদিকে চলতি সপ্তাহে ভোগাতে পারে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশায় থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকায়৷ আজ কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রবিবারের মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর ১৫ই ডিসেম্বর এর পর থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে শীত বাড়ছে। রাতের তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে সমতলের জেলাগুলিতেও। এরই মাঝে আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় আজ ও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা এক ধাক্কায় নামার সম্ভাবনা।
বর্তমান আবহাওয়া
8:40 AM
67°F
আবছা রোদ
RealFeel® 67°
RealFeel Shade™ 64°
সর্বোচ্চ অতিবেগুনি সূচক
1 নিম্ন
বাতাস
উঃ 5 mph
ঝড়ো হাওয়ার দমকা
11 mph
আর্দ্রতা
70%
ডিউ পয়েন্ট
57° F
চাপ
↑ 29.97 in
মেঘে ঢাকা
51%
দৃষ্টিগ্রাহ্যতা
1.00 মাইল
মাটি থেকে মেঘের উচ্চতা (Cloud Ceiling)
30000 ফুট
দিন
5/12
84°উচ্চ
RealFeel® 87°
RealFeel Shade™ 82°
আবছা রোদ
সর্বোচ্চ অতিবেগুনি সূচক4 মাঝারি
বাতাসউঃ 4 mph
ঝড়ো হাওয়ার দমকা12 mph
বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা0%
বজ্রঝড়ের সম্ভাবনা0%
বৃষ্টি বা তুষারপাত0.00 ইঞ্চি
মেঘে ঢাকা0%
রাত
5/12
62°নিম্ন
RealFeel® 61°
পরিষ্কার
বাতাসউঃ 2 mph
ঝড়ো হাওয়ার দমকা10 mph
বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা0%
বজ্রঝড়ের সম্ভাবনা0%
বৃষ্টি বা তুষারপাত0.00 ইঞ্চি
মেঘে ঢাকা2%
সূর্য ও চাঁদ
10 ঘণ্টা 49 মিনিট
উদয়6:03 AM
অস্ত4:52 PM
10 ঘণ্টা 58 মিনিট
উদয়9:36 AM
অস্ত8:34 PM
তাপমাত্রার ইতিহাস
5/12
উচ্চ
নিম্ন
পূর্বাভাষ
84°
62°
গড়
80°
58°
গত বছর
78°
71°