Friday, 1 August, 2025
1 August, 25
Homeআবহাওয়াবদলে গেল পূর্বাভাস! দুপুর থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়!

বদলে গেল পূর্বাভাস! দুপুর থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডিসেম্বরের শুরুতেই ফিকে শীতের আমেজ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও মেঘলা আকাশের কারণে কিছুটা বাড়ল তাপমাত্রা। আর কবে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে? আজ বৃষ্টি কোথায় কোথায়? রইল আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। যদিও এই ৬ জেলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। চলতি সপ্তাহেই দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হওয়ায় সম্ভাবনা। তবে এখনই নয়, সপ্তাহের শেষে ফের পারদ পতনের ইঙ্গিত। হাওয়া অফিস সূত্রে খবর, ৬ তারিখ থেকে পশ্চিমের জেলায় নামবে তাপমাত্রা।

আজকের পর আর চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ৯ তারিখের পর কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের কোনো কোনো জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। ডিসেম্বরের শুরু থেকেই কুয়াশার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমে।

চলতি সপ্তাহে খুব একটা তাপমাত্রা পতনের পূর্বভাস নেই উত্তরবঙ্গে। দু-এক ডিগ্রি হেরফের হতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে সকালের দিকে কুয়াশা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা থাকবে। তবে সতর্কবার্তা নেই কোথাও।

এই মুহূর্তে

আরও পড়ুন