কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:
বিশ্ব ক্রিকেটকে হতবাক করে সমস্ত রকম ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতে কিংবদন্তি স্পিনার রবিচন্দন অশ্বিন।হতবাক ১৪ বছরের সতীর্থ আরেক কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিও।
কিং তাঁর নিজের এক্স হ্যান্ডেলে রবিচন্দ্র অশ্বিনের অসাধারণ ক্যারিয়ারকে নিয়ে এক মর্মস্পর্শী শ্রদ্ধা নিবেদন করলেন।
তিনি লিখেছেন :
“আমি তোমার সঙ্গে 14 বছর ক্রিকেট খেলেছি। আজ যখন তুমি আমাকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানালে, তখন আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ি। অতীতে তোমার সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলি মনে পড়ে। আশ সেই প্রতিটি সুন্দর মুহূর্ত আমি তোমার সঙ্গে উপভোগ করেছি।তোমার মত দক্ষতা এবং ম্যাচ উইনিং ক্ষমতা, ভারতের দ্বিতীয়টি আর কারোর নেই। তোমার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক এই কামনা করি সঙ্গে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাও। তোমার এবং তোমার কাছের মানুষের প্রতি রইল অগাধ ভালোবাসা ও সম্মান। থ্যাংকস ফর এভরিথিং বাডি”। ক্রিকেটকে তুমি অনেক কিছু দিয়ে গেলে, তোমাকে সর্বদাই মনে রাখবে, একজন ভালো ক্রিকেটার হিসেবে