Saturday, 2 August, 2025
2 August, 25
Homeগল্প"বিসর্জন " সৌমেন মুখোপাধ্যায়

“বিসর্জন ” সৌমেন মুখোপাধ্যায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

“বিসর্জন ”

সৌমেন মুখোপাধ্যায়

ঝিকঝিক করে ট্রেন তার গতি ধীর করে স্টেশন আসলেই থেমে যায়। এক এক করে যেসব যাত্রী নামার তারা এক এক করে তাদের জিনিসপত্র নিয়ে নেমে পড়ে।
“আসুন অনিলবাবু, নামুন। আমরা নন্দনপুর চলে এসেছি।”
“ও হাঁ, চলুন। চলো শিউলী। ” শিউলীর হাত ধরে অনিল ট্রেন থেকে নেমে পড়ে। স্টেশনে নেমে তারা নন্দনপুরের শোভা একবার চোখ বুলিয়ে দেখে নেয়। ট্রেন লাইনের দু’ধারে বিভিন্ন হকাররা তাদের দোকান খুলে ব্যবসা করছে – কেউ বাদাম, চানাচুর, কেউবা তেলেভাজা- চপ- সিঙারা, কেউবা পান – গুঠকা, কেউবা বিভিন্ন স্টেশনারী জিনিসপত্র বিক্রি করছে।
একদিকে দেশমুখবাবু হাত বাড়িয়ে বলে, “ঐ তো আমার গাড়ী দাঁড়িয়ে আছে। চলুন আর দেরী না করে গাড়ীতে উঠি, এখনও মাইল পাঁচেক পথ বাকী আছে। চলুন। “
তিনজনে একসাথে গাড়ীতে উঠে বসে। দেশমুখবাবুর নির্দেশমত ড্রাইভার গাড়ী চালাতে শুরু করে। গাড়ীর মধ্যে কারুর’ই মুখে কোন শব্দ নেই। গাড়ীর জানালা দিয়ে গাড়ীর ভিতরের যাত্রীরা বাইরের সুন্দর দৃশ্য দেখতে থাকে। গাড়ীর গতির সাথে সাথে বাইরের গাছপালা, নদীনালা, পাহাড়- পর্বত সব যেন ছুটে চলছে। ঘর ফেরা এক ঝাঁক পাখীর দল একদিক থেকে অন্য দিকে উড়ে যাচ্ছে। চারদিক সবুজ আর সবুজ। সূর্যের অপরূপ কিরণ যেন সকলকে আশীর্বাদ করে যাচ্ছে। সত্যিই অপরূপ দৃশ্য।
একসময় গাড়ীটা বড় এক বাংলোর গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করে। চকচকে রাস্তার দু’পাশে ছাঁটাই করা ঘাস দিয়ে পুরো বাগানটা সাজান। বিভিন্ন গাছের নানারকম ফুলের গন্ধে সমস্ত জায়গাটা ভরিয়ে দিয়েছে। তাই দেখে অনিল দেশমুখবাবুকে বলে, “আচ্ছা মশায়, আপনার বাগানের প্রতি দারুণ ঝোঁক আছে দেখছি।”
দেশমুখবাবু একটু হেসে বলে, “হাঁ, স্ত্রী গত হয়ে যাবার পর থেকেই আমি বাগানের দিকে নজরদি। সময় কাটানোর একটা দারুণ সুযোগ। “

এই মুহূর্তে

আরও পড়ুন