
শীতের মাঝেই ভোগাচ্ছে বৃষ্টি। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে। সবমিলিয়ে শীতের আমেজ নস্ট। তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই রেহাই নেই। শনিবারের পর রবিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দাপট কি আরও বাড়বে? রইল আগাম খবর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। মহানগরীতেও বৃষ্টি হতে পারে তবে তার সামান্যই সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরী হয়েছে তারই পরোক্ষ প্রভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে ২ থেকে ৬ ডিসেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল কলকতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তারপর থেকে ধীরে ধীরে জাঁকিয়ে বসবে শীত। আগামী সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রির ঘরে চলে যেতে পারে।
উত্তরবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন। উত্তরের জেলা গুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া। হালকা কুয়াশা থাকবে সর্বত্রই।