ডিসেম্বর মাস পড়তেই বেশ শুরু হয়েছিল শীতের ঝোড়ো ইনিংস! যা দেখে দক্ষিণবঙ্গের মানুষ মোটামুটি সবাই ধরেই নিয়েছিলেন হাড়কাঁপুনি ঠান্ডার মধ্যেই বর্ষবরণের জোরদার সেলিব্রেশন চলবে। কিন্তু এরই মাঝে শীতের কাঁটা হয়ে হাজির নিন্মচাপ।
আর পৌষ সংক্রান্তিতেই বিরাট পাল্টি খেল শীত।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
নিন্মচাপের চোখ রাঙানিতেই হুড়মুড়িয়ে বেশ খানিকটা বাড়ল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আরও ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে নিন্মচাপের প্রভাবে আগামীকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা থাকবে আকাশ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপকূলে আবারও তৈরি হয়েছে বিরাট নিন্মচাপ। সঙ্গে রয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সাথে বইবে ঝোড়ো হাওয়াও। বর্তমানে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি অবস্থান করছে। যা ধীরে ধীরে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকেই থাকলেও পশ্চিমবঙ্গের ওপর এর ভালোই প্রভাব পড়বে। সঙ্গে থাকা জলীয় বাষ্পের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল।
বুধবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে। চলতি মাসের ২০ ও ২১ ডিসেম্বর কলকাতা, ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে, পাহাড়ে সব জেলাতেই থাকবে ঘন কুয়াশা। তাই সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে।
প্রকৃতির ম্যাজিকেই একধাক্কায় আবার কমেছে শীতের আমেজ। কলকাতায় আজ পারদ উঠেছে ১৫ ডিগ্রির ওপরে। যা বুধবার থেকে আরও বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর সপ্তাহান্ত পর্যন্ত আকাশের মুখ ভার থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি।
Date | Sunrise | Sunset |
---|---|---|
Wed, Dec 18th 2024 | 06:12 AM | 04:56 PM |
Thu, Dec 19th 2024 | 06:13 AM | 04:56 PM |
Fri, Dec 20th 2024 | 06:13 AM | 04:57 PM |
Sat, Dec 21st 2024 | 06:14 AM | 04:57 PM |
Sun, Dec 22nd 2024 | 06:14 AM | 04:58 PM |