26 August
HomeহুগলীHooghly: হুগলী জেলা পুলিশের বিরাট সাফল্য, ছয় ঘন্টার মধ্যে উদ্ধার ২...

Hooghly: হুগলী জেলা পুলিশের বিরাট সাফল্য, ছয় ঘন্টার মধ্যে উদ্ধার ২ নাবালিকা

মাত্র ৬ ঘণ্টার মধ্যে পুলিশের এই সাফল্যে খুশিতে ভরে উঠেছে দুই পরিবারের সদস্যরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, হুগলী:

গতকাল অর্থাৎ ০২. ০৫. ২৫ ছিল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সেই মোতাবিক বালাগড় ব্লক-এর  একটি স্কুল এর এক ছাত্রী সকাল বেলা নিজের রেজাল্ট আনতে স্কুল এ যায় এবং রেজাল্ট মন মতো না হওয়ায় সেখান থেকে আর বাড়ি ফিরে আসে না।

আরও পড়ুন: পুরীর কোন সেবায়েত ছিলেন দিঘায়, কোন কাঠে তৈরি হয়েছে বিগ্রহ, তদন্তের নির্দেশ দিল ওড়িশার বিজেপি সরকার

এরপর রাত্রি ৮:৩০ নাগাদ বালাগড় থানায় খবর আসে যে একজন ছাত্রী যে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, রেজাল্ট আনতে স্কুলে গিয়েছিল কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার দরুন যথা সময় পর্যন্ত বাড়ি ফেরেনি। তাদের লিখিত দরখাস্থ্যের উপর ভিত্তি করে সঙ্গে সঙ্গে  বালাগড় থানায় অপহরণ মামলা রুজু হয়। তদন্তের স্বার্থে IO SI রোহন মল্লিক এর নেতৃত্বে একটি তদন্ত কারী দল গঠন করা হয়।

তদন্ত করতে গিয়ে পুলিশ মেয়েটির সকল আত্মীয়, পরিবার ও বন্ধুবান্ধব কে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন টেকনিকেল ডাটা সংগ্রহ করে।

তদন্ত চলাকালীন আরো একটি খবর আসে যে ওর আরেক বান্ধবী সেও একইভাবে স্কুলের রেজাল্ট আনতে গিয়েছিল কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেনি। দুজনের কাছেই কোন ফোন ছিল না।

আরও পড়ুন: দিলীপ ঘোষের সঙ্গী জিয়ারুল আসলে কে? অর্জুনের বিস্ফোরক দাবি

ওই দুজনের সমস্ত বন্ধু বান্ধবী এবং অন্যান্য পরিচিতদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া যায় কিন্তু সঠিক কোন জায়গায় আছে সেটা ঠিকঠাক বোঝা না যাওয়ায় আমাদের পুলিশ টিম সূত্র অনুসারে প্রথমে হাওড়া ডোমজুড়  তারপর দমদম ও তারপর বারাসাত থানা এলাকার বিভিন্ন জায়গায় রেড করে এবং শেষমেষ ভোরবেলা বারাসাত থানা এলাকা থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। মাত্র ৬ ঘণ্টার মধ্যে পুলিশের এই সাফল্যে খুশিতে ভরে উঠেছে দুই পরিবারের সদস্যরা। আইন অনুযায়ী সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন