Tuesday, 29 July, 2025
29 July, 25
HomeদেশOperation Mahadev: উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য ভারতীয় সেনার! শুরু ‘অপারেশন মহাদেব’

Operation Mahadev: উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য ভারতীয় সেনার! শুরু ‘অপারেশন মহাদেব’

শ্রীনগরে “অপারেশন মহাদেবে” নিকেশ তিন জঙ্গি। মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলায় যুক্ত ছিল এই তিন জঙ্গি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছে তিন জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর নিজেদের সরকারি অ্যাকাউন্টে প্রথমে জানায়, জঙ্গিদের ধরতে লিদওয়াসে ‘অপারেশন মহাদেব’ চালু করেছে তারা। তবে জঙ্গিদের হতাহতের খবর তখনও জানানো হয়নি। পরে বিবৃতি দিয়ে তারা জানায়, তিন জঙ্গি নিহত হয়েছে। এখনও অভিযান চলছে। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, নিহতেরা পহেলগাঁও হামলায় জড়িত ছিলেন। যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যমের অন্য একটি অংশ এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, নিহতদের সঙ্গে পহেলগাঁও হামলার যোগ নেই।

আরও পড়ুনঃ শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা

সেনা সূত্রে খবর, সোমবার সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ শোনা গিয়েছিল। সন্দেহজনক গতিবিধিও লক্ষ্য করা যায়। তার পরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় যৌথ অভিযানে নামে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গোয়েন্দাদের একটি সূত্র বলছে, নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। তারা এ দেশের বাসিন্দা নয় বলে খবর। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার সঙ্গে তাদের যোগের অভিযোগও উঠেছে। গোয়েন্দাদের ওই সূত্র বলছে, দীর্ঘ দিন ধরে বিশেষ সূত্রে খবর মেলার পরেই এই অভিযান শুরু করা হয়েছে। এর সঙ্গে পহেলগাঁও হামলার যোগ নেই।

আরও পড়ুনঃ বয়স ২১, কেউ ৩৫, বাস ছুটছিল অন্ধ গলিতে; নারী পাচারের ‘করিডর’ হয়ে উঠেছে উত্তরবঙ্গ!

শেষ পাওয়া খবরে, দাচিগামের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সেখান থেকে অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। নিহতদের শনাক্তকরণের প্রক্রিয়াও চলছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে সংঘর্ষস্থলের ছবি তোলা হয়েছে। সম্প্রতি এনআইএর হাতে গ্রেফতার হয়েছে দু’জন সন্দেহভাজন। তাঁদের নিহতদের ছবি দেখানো হবে বলে খবর। সেই ছবি দেখিয়ে নিহতদের পরিচয় জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সেনার একটি সূত্র বলছে, নিহতেরা পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত না থাকলেও এই অভিযান গুরুত্বপূর্ণ। কারণ, গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি এ দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। তাদের ধরতেই মূলত শুরু হয়েছে অভিযান বলে খবর।

এই মুহূর্তে

আরও পড়ুন