বঙ্গবার্তা ডিজিটাল ডেস্ক: ওড়িশার নবরঙ্গপুর জেলার ফুন্ডেলপাড়া গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। কুসংস্কারের বশে বাবা-মা তাঁদের এক মাসের শিশুকে ৩০-৪০ বার গরম ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে মেরেছেন।
ঘটনার সূত্রপাত, শিশুটি জন্মের ২০ দিন পর হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়। ১০ দিন ধরে জ্বর না কমায়, কুসংস্কারে আচ্ছন্ন বাবা-মা মনে করেন, কোনও দুষ্ট আত্মা ভর করেছে শিশুর উপর। গ্রামবাসীদের পরামর্শে তাঁরা জ্বলন্ত বাঁশের পাত্র দিয়ে শিশুটির পেট ও মাথায় ছ্যাঁকা দেন।
শিশুটির অবস্থার অবনতি হলে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সারা গায়ে লাল ছ্যাঁকার দাগ দেখে হতবাক হয়ে যান। মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক (সিডিএমও) সন্তোষ কুমার পান্ডা জানান, গ্রামবাসীদের ভুল পরামর্শে বাবা-মা এই কাজ করেছেন।
সিডিএমও ডক্টর সন্তোষ কুমার পান্ডা আরও জানান, প্রত্যন্ত অঞ্চলে এখনও এই ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। তিনি চন্দনহান্ডির মতো প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা গড়ে তোলার জন্য স্বাস্থ্য বিভাগ এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, জ্বলন্ত বাঁশের তাপমাত্রা প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।