কলকাতায় আসছেন মেসি। কলকাতার ফুটবল প্রেমীদের কাছে এর থেকে ভাল খবর আর কিছু নয়। কিন্তু সেই মেসি যখন কলকাতায় এলেন তখন এক অদ্ভূত খারাপ অভিজ্ঞতার সাক্ষী হল শহরবাসী। যুবভারতীতে তৈরি হল বিশৃঙ্খল একটা পরিবেশের। রাজ্যের মুখ্যমন্ত্রীর সেখানে গিয়ে সংবর্ধিত করার কথা থাকলেও সেই অনুষ্ঠান আর হয়নি। কিন্তু যে মেসিকে দেখার জন্য সাধারণ দর্শকরা খরচ করলেন অন্তত ৩ হাজার ৫০০ টাকা। কী পেলেন তাঁরা?
মেসির গোট ট্যুরের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩ হাজার টাকার মতো। যা পরবর্তীতে বাড়ানো হয়। সাধারণ মেসিভক্তের কাছে সেই টাকাও অনেকটা আর সেই কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। অনেকে তো ‘স্ক্যান ২০২৫’ বলেও তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন।
এক ব্যক্তি ৩ হাজার ৩৩৮ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। তিনি বলছেন, “এক ঝলকও মেসিকে দেখতে পাইনি। অরূপ বিশ্বাসকে দেখলাম ভালভাবে সেলফি তুলতে। মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে।” এ ছাড়াও কেউ ৪ হাজার, কেউ ৫ হাজার আবার কেউ ১০ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছিলেন। একজন জানালেন তিনি টিকিট কেটেছিলেন প্রায় ৩০ হাজার টাকা দিয়ে। কিন্তু আজ সকলেই নিজের প্রতারিত বলে মনে করছেন।
আরও পড়ুনঃ বিশ্বের কাছে মাথা নিচু হল কলকাতার, এবার বাংলা ছাড়িয়ে জাতীয় স্তরেও মমতা সরকারের নামে ছিছিক্কার
অর্থাৎ, মেসিকে দেখার অভিজ্ঞতায় কোনও পার্থক্য থাকার কথা ছিল না ৩ হাজার ও ৩০ হাজার টাকার টিকিটিধারীর কাছে। যদিও সব শেষে সেই পার্থক্য রইলও না। কারণ, দু’জনের কেউই মেসিকে দেখতেই পাননি।









