Monday, 3 November, 2025
3 November
HomeকলকাতাHS 3rd Semester Result 2026: পাশের হার সর্বাধিক; উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের...

HS 3rd Semester Result 2026: পাশের হার সর্বাধিক; উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলঘোষণা

পাশের নিরিখে প্রথমস্থানে দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা ১২ তম স্থানে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঘোষিত হল উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল। এ বারই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ পরীক্ষার আয়োজন করা হয়। ওএমআর শিট-এ এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ রাজ্যের পড়ুয়ারা। পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠকে শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছরের পাশের হার ৯৩.৭২ শতাংশ । ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ৯০.৭৯ শতাংশ। গত কয়েক বছরে এই পাশের হার সর্বাধিক। যদিও সর্বোচ্চ নম্বর নিয়ে সন্তুষ্টির জায়গা নেই বলেই মনে করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মাত্র তিন জন ছাত্রী। ৯৮.৯৭ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। এরা বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে।

আরও পড়ুনঃ এক ক্লিকেই রেজাল্ট শুধুমাত্র বঙ্গবার্তায়; আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল

৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের এই পড়ুয়ার সার্বিক স্থান চতুর্থ। ৯৮.৩৮ শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে, আবদুল মোতালেক হাই মাদ্রাসা থেকে রেহান রিজভি।মেধাতালিকায় রয়েছে বাণিজ্য বিভাগের এক পড়ুয়া — ৯৭.৫০ শতাংশ নম্বর নিয়ে অষ্টম হয়েছে গোলাম ফৈজল। সে এপি ডিইপিইটি ক্যালকাটা মাদ্রাসায় পড়ছে। বাকিরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া।

সংসদ সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন, “ওএমআর শিটে পরীক্ষা আয়োজন করার আসল কারণই ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একেবারে প্রথম থেকে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা। দেখা যাচ্ছে, দু’একটি স্কুল এই পরীক্ষার ক্ষেত্রে দারুণ ফল করছে। তার কারণ ওই স্কুলের পড়ুয়াদের প্রস্তুতি। কিন্তু সার্বিক ভাবে সাধারণ পরীক্ষার্থীরা ভাল ফল করতে পারেনি। তাদের আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।”

সর্বোচ্চ নম্বরের দিক থেকে এ বার ফল যে খুব ভাল, তা বলা যায় না। হিসাব বলছে, ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ০.৪৮ শতাংশ পরীক্ষার্থী। ৬০ শতাংশের বেশি পেয়েছে ৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী। ৭৫ শতাংশের বেশি পেয়েছে ১০.৪ শতাংশ পরীক্ষার্থী।

এ বছর বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ১,১১,৬২৭ জন, কলা বিভাগে ৪,৯৬,৪০৫ জন। শতাংশের হারে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৯৬.৭২ শতাংশ)। ১২তম স্থানে কলকাতা (৯৩.৭৭ শতাংশ)।

আরও পড়ুনঃ এই না হলে কলকাতা! ভিজে বইয়ের বইমেলা; সোমবার সকাল এগারোটা থেকে কলেজ স্কোয়ারে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৪৫,৮৩২। মোট ৬৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, এর মধ্যে ১৫টি ভাষাভিত্তিক বিষয়। বাংলা, ইংরেজির পাশাপাশি, হিন্দি, সাঁওতালি ভাষাতেও প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। সংসদ সভাপতির দাবি, এ বার নজিরবিহীন ভাবে নির্বিঘ্নে মিটেছে পরীক্ষা। মাত্র তিনটি খাতা বাতিল করতে হয়েছে। তার মধ্যে দু’জন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে ধরা পড়েছিল। একজনের খাতা বাতিল হয়েছে দুর্ব্যবহারের জন্য। তারা পরবর্তী সেমেস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাবে। সংসদ সভাপতি জানিয়েছেন, প্রায় ৩৮ লক্ষ ওএমআর শিট ডিজিটাইজ় করা হয়েছে। তা সংরক্ষিত হবে ভবিষ্যতের জন্য।

পরীক্ষার ফলাফল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেখা যাবে। দুপুর ২টো থেকে অনলাইনে রেজ়াল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। রোল এবং রেজিস্ট্রেশন নম্বরের তথ্য দিয়ে ওই ফলাফল ডাউনলোডও করা যাবে। পরীক্ষার ফলাফলে মোট নম্বর, প্রাপ্ত নম্বর, পার্সেন্টাইল, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর উল্লেখ করা থাকবে। অনলাইনে মার্কশিট ডাউনলোড করার সুযোগ থাকছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।

তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই।

দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই।

যারা এবার ভালো ফল করতে পারো নি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ হল। পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সফল ছাত্রছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভারতের মধ্যে প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা হল। তাই যারা কৃতিত্বের স্বাক্ষর রাখলে তাদের জন্য রইল আরও এগিয়ে চলার শুভেচ্ছা। যারা এই পরীক্ষায় ততটা সফল হলে না, তারাও হতাশ হোয়ো না। চতুর্থ সেমেস্টারের সঙ্গে তোমরা আরও একবার সফল হওয়ার সুযোগ পাচ্ছো।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন