Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গSiliguri: এবার ১০০ এপিসোড, "মেয়র কে বলো"

Siliguri: এবার ১০০ এপিসোড, “মেয়র কে বলো”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

“মেয়র কে বল” এবারে পড়ল ১০০ তম এপিসোডে। এক অনন্য কৃতিত্ব। কি বলছেন মেয়র? মেয়র জানালেন  ভালো লাগছে আমার, মানুষের কল্যাণের জন্য একটা জিনিস মাথায় এসেছিল, ভালো লাগছে সেটা একশতম এপিসোডে চলে গেল। শিলিগুড়ির মানুষ এর জন্য কৃতিত্ব দাবি করতে পারেন, কারণ তারা যদি আমাকে সমর্থন না করতেন, আমি কোনভাবেই ১০০ এপিসোডে আসতে পারতাম না, বা আমার মধ্যে সেই উৎসাহটাও থাকত না।

আরও পড়ুন: RG Kar Case: সঞ্জয় এর যাবজ্জীবন, অর্থ নিতে নারাজ নির্যাতিতার বাবা

মেয়র জানালেন এই ১০০ এপিসোড এর মধ্য, নানান ভাবে মানুষ নানা জায়গা থেকে আমাকে ফোন করেছেন, এবং তার সমাধানের জন্য অনুরোধ করে। আমি চেষ্টা করেছি, তাদের অনুরোধ রাখার, এবং তার সমাধান করার। কোনটা হয়েছে কোনটা হয়তো হয়নি, তবে আমার ভাবতে ভালো লাগছে, এই করে করে একশতম এপিসোডে আমি চলে গেলাম। মানুষের আশীর্বাদ না থাকলে কিভাবে হয় এটা? শিলিগুড়ি মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভাবেন, এবং মানুষের জন্য চিন্তা করেন, আর আমার এই একশতম এপিসোডের সাফল্য, এসেছে তারই অনুপ্রেরণায়। জানালেন গৌতম দেব। তিনি বললেন আমি এইভাবে এগিয়ে যেতে চাই, দেখা যাক।

এই মুহূর্তে

আরও পড়ুন